মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুর্গন্ধময় ময়লার ভাগার স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ এবং গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ মে) সকালে ময়লার ভাগাড়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনরত একাধিক শিক্ষার্থীর সাথে কথা বললে তারা জানান পর্যটন শহর শ্রীমঙ্গলের দীর্ঘদিনের সমস্যা হলো কলেজ সড়কের পাশে অবস্থিত পৌরসভার ময়লার ভাগার। এই ভাগাড়ের উৎকট দুর্গন্ধের কারণে ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। ময়লার ভাগাড়টির পাশেই ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। ময়লার অসহনীয় গন্ধ ভাগাড় ছাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছার কারণে দুর্গন্ধে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য দ্রুত ময়লার ভাগার অপসারণের জন্য তারা সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানান। কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন যদি ময়লার ভাগাড় সরানো না হয় তাহলে তারা ক্লাস বর্জন ও আমরণ অনশন করবেন এ বিষয়ে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া মধু বলেন, হাইল হাওড়ের জেডি রোড এলাকায় জমি অধিগ্রহণ করা হয়েছে ময়লা ফেলার জন্য, কিন্তু সদর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় এবং এলাকাবাসির বিরোধীতায় তা আটকে যায়। এ ব্যাপারে ওই এলাকার একজন বাসিন্দা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে আদালত স্থগিতাদেশ দেয়ার কারণে কার্যক্রম এগিয়ে নেয়া যাচ্ছে না বলে তিনি জানান। এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় জানান, বর্তমান কলেজ রোডের ময়লার ভাগাড়ে যখন ময়লা ফেলা হতো তখন ওই এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতি ছিল না। পরে শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতি গড়ে ওঠার কারনে আজ দাবি ওঠেছে ময়লার ভাগাড় সরানোর। জেলা প্রশাসক কর্তৃক জেডি রোড এলাকায় যেখানে জমি অধিগ্রহণ করা হয়েছে সেখানের আশপাশে কয়েকটি গ্রাম, মসজিদ ও মন্দির রয়েছে। এক এলাকার জনগণের সুবিধা করে আরেক এলাকার জনগণের অসুবিধা করা অমানবিক বলে তিনি জানান। তাহলে এর সমাধান কি প্রশ্ন রাখলে তিনি জানান, এ ব্যাপারে তিনি স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপির সাথে পরামর্শ করে বিকল্প সুদূরপ্রসারী পরিকল্পনা করছেন অন্য কোথাও জায়গা নির্ধারণের। যেখানে কোন জনবসতি ও আপত্তি থাকবে না বলে জানান।