শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
ধনবাড়ীতে আধুনিক ব্যবস্থাপনা নিয়ে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী রৌমারীতে বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধ দিবস পালিত মাধবদীতে জ্যান্ত কই মাছ গলায় ঢুকে কৃষকের মৃত্যু বদলগাছীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী কালীগঞ্জে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা লতিফ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন নড়াইলের কালিয়া উপজেলার শ্রীনগর গ্রামে ভ্যানচালককে পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন বরিশালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন হাতিয়ায় দ্বীপ উন্নয়ন সংস্থার ক্যাম্পাসে বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত স্মৃতি কর্ণার ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলামের পক্ষে ছাত্রলীগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলীয় শাষন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেন-কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সরোয়ার

শামীম আহমেদ বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাড, মজিবর রহমান সরোয়ার বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের এক ক্লান্তি লগ্মে রাষ্ট্রক্ষমতার দায়ীত্ব গ্রহন করে দেশের মানুষকে ভালবেসে এবং তাদেরকে স্বনির্ভরশীল গড়ে তোলার জন্য প্রথমে তিনি আওয়ামী সরকারের বাকশালী একদলীয় শাষন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্নদেশের সাথে প্রভুতা নয় বন্ধুত্ব তৈরী করে এদেশের মানুষকে প্রথমে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বহিঃবিশ্বে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা চালু করেছিল বলে আজ বাংলার মানুষ সারাবিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে সুখে জীবন-যাপন করতে পারছে। মঙ্গলবার (৩০ই) স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে নগরীর পশ্চিম কাউনিয়া রোডস্থ আল-মদিনা জামে মসজিদে যোহরবাদ দোয়া-মোনাজাত পূর্বে তিনি একথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সাবেক মহানগর কমিটির বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দ। পরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,রণাঙ্গনের বীর মুক্তিযুদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আল-কোরান ফাউন্ডেশনের আয়োজনে প্রায় ২হাজার দুস্থদের মধ্যে খাবার বিতরন করেন আল-কোরান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাবেক হুইপ, মেয়র ও কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। এখানে এসময় বিএনপির সাবেক মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর হোসেন,জেলা শ্রমিকদল ভারপ্রাপ্ত সভাপতি আঃ হক ফরাজী, সাবেক মহানগর সহ-সভাপতি সৈয়দ হাসান, বরিশাল জেলা শ্রমিকদল সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এর আগে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে বরিশাল দক্ষিন জেলা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করে। বরিশাল জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড, আবুল কালাম শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ এ্যাড, বলকিস জাহান শিরিন। এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা বিএনপি আহবায়ক এ্যাড,এনায়েত হোসেন বাচ্চুু, সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম, অহেদুল ইসলাম প্রিন্স, বরিশাল বিভাগীয় যুবদল সহ-সভাপতি ও জেলা যুবদল সম্পাদক এ্যাড, এইচ.এম তছলিম উদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com