অফিসিয়াল বার্তা আদান-প্রদানের পাশাপাশি ব্যক্তিগত চ্যাটের জন্যও জি-মেইল ব্যবহার করেন অনেকে। গুগলের এই মেইল নিরাপদে বার্তা, ফাইল আদান-প্রদানের জন্য জনপ্রিয় একটি মাধ্যম। গুগল জি-মেইল ব্যবহারকারীদের বিনামূল্যে ১৫ জিবি স্টোরেজ দেয়। সেটি শেষ হয়ে গেলে স্টোরেজ কিনতে হয়। তা বেশ খরচসাপেক্ষ। তাই খুব প্রয়োজন না হলে সেটা কেউ কিনতে চান না। সেজন্য নিয়মিত আপনার জি-মেইলের স্টোরেজ খালি করুন। তাতে নতুন করে স্টোরেজ কিনতে হবে না আপনাকে।
চলুন জেনে নেওয়া যাক জি-মেইল স্টোরেজ খালি করার উপায়- >> গুগল ড্রাইভে থাকা পুরোনো এবং বড় ফাইল, ছবি বা ভিডিও ডিলিট করে দিতে পারেন।
>> যেসব মেইলের অ্যাটাচমেন্ট আর প্রয়োজন নেই। সেসব অপ্রয়োজনীয় মেইলগুলো ডিলিট করে দিতে পারেন।
>> আপনার জি-মেইলের সার্চ বারে গিয়ে লিখুন, has:attachment larger:10M-। সার্চ করলে ১০ এমবি-বেশি সাইজের যত অ্যাটাচমেন্ট আছে তা দেখাবে, সেগুলো দরকার না হলে ডিলিট করে দিতে পারেন। এরপর ট্র্যাশ ফোল্ডার থেকেও ডিলিট করুন। >> স্প্যামে জমে থাকা মেইলগুলো ডিলিট করে দিতে পারেন। এতে অনেকটাই খালি হবে স্টোরেজ।