শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
শেখ পরিবারের কারোরই রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই : তাজউদ্দীনের মেয়ে আগামী প্রজন্মকে দূষণমুক্ত খাল আর দূষণমুক্ত নদী দেখাতে হবে- পানি সম্পদ উপদেষ্টা আরও ১৮টি গ্যাসকূপ খনন করা হবে ভোলায়: জ্বালানি উপদেষ্টা ব্যাংকে সাইবার আক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে: বাংলাদেশ ব্যাংক মার্কিন নির্বাচন: আগাম ভোট দিয়েছেন ৬ কোটিরও বেশি ভোটার দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যান উপভোগ করতে পর্যটকদের ভীড় ৭ নভেম্বর রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করতে হবে : জয়নুল আবদীন ফারুক পলাশ বুকে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন পলিথিন শপিং ব্যাগ বন্ধে ৩ নভেম্বর থেকে উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালের দাম সহনীয় রাখতে আমদানি শুল্ক প্রত্যাহার

দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করার দাবি রোহিঙ্গাদের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৯ জুন, ২০২৩

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে প্রত্যাবাসন বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে রোহিঙ্গারা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় অন্তত ১৩টি ক্যাম্পে সাধারণ রোহিঙ্গারা এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
এ সময় রোহিঙ্গা কমিউনিটি নেতারা বলেন, মিয়ানমারে নির্যাতন-নিপীড়ন ও হত্যা-ধর্ষণ চলাকালীন সময়ে প্রাণ ভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছি। বাংলাদেশ সরকার মানবিক কারণে আশ্রয় দিয়েছে, যার জন্য রোহিঙ্গারা কৃতজ্ঞ। এখানে ছয় বছর ধরে তারা বন্দি জীবন যাপন করছে। আমরা দ্রুত মিয়ানমারে নিজ বসতভিটায় ফিরতে চাই। এর জন্য আলোচনা চলছে। এর মধ্য একটি মহল প্রত্যাবাসন বন্ধের ষড়যন্ত্র করছে।
রোহিঙ্গারা বলেছেন, রোহিঙ্গারা নিজ দেশ মিয়ানমারে ফিরতে মরিয়া। নাগরিকত্ব প্রদান করে দ্রুত প্রত্যাবাসন জরুরি। এর মধ্য জাতিসঙ্ঘের দ্বৈতনীতির নিন্দা জানিয়ে সমাবেশে বক্তারা বলে, রেশন কমিয়ে দেয়া, ফিরতে ইচ্ছুকদের রেশন বন্ধ রহস্যজনক। এর থেকে বিরত থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের কাজ করার জন্য জাতিসঙ্ঘের আন্তরিক সহযোগিতা চেয়েছেন রোহিঙ্গারা। রোহিঙ্গা কমিউনিটি নেতারা এসব সমাবেশে তাদের নাগরিকত্ব মিয়ানমারে নিজেদের ভিটে মাটি ফিরিয়ে দেয়া নিজ দেশে স্বাধীনভাবে জীবন ধারণ, শিক্ষা ও চলাফেরার অধিকার ও নিরাপত্তার গ্যারান্টিসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন।
1. ID and Citizenship Rights.
2. Return of Original lived Home land, Properties.
3. Rights to Livelihood and Movement.
4. Ensure Security.
গতকাল বৃহস্পতিবার এক যোগে লম্বাশিয়া চৌরাস্তার মাথা (ক্যাম্প ১ ইস্ট এবং ওয়েস্ট), ক্যাম্প ৪-এর সাত রাস্তার মাথা (ক্যাম্প-৩, ৪, ৪ এক্সটেনশন), ক্যাম্প-০৫-এর নিচে ঢালে (ক্যাম্প-০৫ এবং ৮ ওয়েস্ট, ক্যাম্প-১৭), ক্যাম্প-৯-এর পোড়া বাজারের মাঠে (ক্যাম্প-৯, ক্যাম্প-১০,ক্যাম্প-৮/ইস্ট), ক্যাম্প-১১ মরাগাছ তলায়(ক্যাম্প-১২ সহ), ক্যাম্প-১৩ এর সি আই সি অফিসের পেছনে ফুটবল খেলার মাঠ, ক্যাম্প-১৯-এর সি আই সি অফিসের সামনে, ক্যাম্প-১৫-এর সি আই সি অফিসের পাশে (ক্যাম্প-১৪,১৫,১৬), ক্যাম্প-২০ এর সি আই সি অফিসের সামনে(ক্যাম্প-২০, ২০ এক্সটেনশন), ক্যাম্প-১৮-এর সি আই সি অফিসের সামনের রাস্তায়, ক্যাম্প-২৪ এর সি আই সি অফিসের সামনে, ক্যাম্প-২৬ এর সি আই সি অফিসের সামনে। ক্যাম্প-২৭ এর সি আই সি অফিসের সামনে এসব মানববন্ধন ও সমাবেশ হয়েছে। এর মধ্যে লম্বাশিয়া চৌরাস্তার মাথার সমাবেশ বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা ডা. জুবায়ের, মাস্টার কামাল, মৌলভী নুর হোসেইন, মৌলভী ছৈয়দ উল্লাহ, মাস্টার শামসুল আলম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com