নগরকান্দার সাহেবকে কোরবানীতে বিক্রি করবেন জানিয়েছেন সাহেবের লালন পালনকারী জোসনা বেগম। ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামের শাহালম মাতুব্বরের স্ত্রী জোসনা বেগম তিন বছর ধরে লালন পালন করে আসছে সাহেবকে। অস্ট্রেলিয়া জাতের ফ্রিজিয়ান এই সাহেব বর্তমানে ১১ মন ওজনে অবস্থান করছে। সম্পুর্ন সুস্থ সবল এই নগরকান্দার সাহেবকে আসন্ন কোরবানীর ঈদ উপলক্ষে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে জোসনা বেগম। ১১ মন ওজনের নগরকান্দার সাহেবের মূল্য চাওয়া হচ্ছে চার লাখ টাকা। জোসনা বেগম জানান কোন খদ্দের যদি বাড়ীতে আসেন সেই ক্ষেত্রে তার সম্মান রেখে কিছু কম বেশি করা হবে সাহেবের দাম। এর আগে সালথা উপজেলার হরেরকান্দী গ্রামে ফরিদপুরের ডন খ্যাত ৪১ মন ওজনের একটি গরুর দাম হাকানো হয়েছে ২৫ লাখ টাকা। সেই হারে নগরকান্দার সাহেবে দাম অনেক কমই চাওয়া হচ্ছে। সম্পুর্ণ দেশীয় খাবার খাইয়ে তাজামোটা করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ সাইফুল ইসলাম বলেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর নিয়মিত জোসনা বেগমের খামারে থাকা ১০ টি গরু তদারকি করে আসছে। কোন রোগবালাই ছাড়া সুস্থসবল রয়েছে নগরকান্দার সাহেব। ০১৭৮৮-৯১৯-১১১ নম্বরে যোগাযো করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।