সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন

চেয়ারম্যানকে অনাস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন অভিযোগ

মনিরুজ্জামান (রায়পুরা) নরসিংদী :
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩

রায়পুরা উত্তরবাখরনগর ইউনিয়নের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির প্রস্তাব প্রত্যাখ্যান করায় চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব এর উপর ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন পরিষদের কিছু দুষ্কৃতকারী সদস্য উদ্দেশ্য প্রনোদিত হয়ে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ষড়যন্ত্র মূলক সংবাদ পরিবেশন করেন। উক্ত মিথ্যা সংবাদ ও ষড়যন্ত্র কারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার ১২ই জুন সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়ন কমপ্লেক্সে সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্য পাঠ করেন উত্তরবাখরনগর ইউনিয়নের এলাকাবাসী ও চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব। তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত একজন সৈনিক গত ২৮/১১/২০২২ইং তারিখ নৌকার প্রতীক নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকে এলাকার বিএনপি জামাত শিবিরের একটি চক্র আমাকে বিভিন্ন ভাবে হেনস্থা করার জন্য বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে।আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন জনপ্রতিনিধি হিসেবে দৃড়তার সাথে বলতে পারি, আমি একজন চেয়ারম্যান হিসেবে ইউপির কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কোনো অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেই নি এবং ভবিষ্যতে দেবোও না। উক্ত সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান শামসুল আলম, ১ ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার ময়না বেগম, ৪ ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার রোকিয়া বেগম। এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন, সাবেক মেম্বার বাদল সহ আরো অনেকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com