ফটিকছড়িতে টিলাকেটে কৃষি জমি ভরাটকারী ৫ মাটি খেকোঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার ধর্মপুর ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুল মুরাদ গত ৮ জুন ফটিকছড়ি থানায় এ লিখিত অভিযোগ দায়ের করেন। টিলা কেটে কৃষি জমি ভরাটকারী সিন্ডিকেটের অভিযুক্ত ৫ মাটি খেকোঁ হলেন, মোহাম্মদ আবু বকর(৬২) তসলিমুল আলম শাহিন(৪৮), রাশেল(৪৫), ইকবাল(৪২), ইমরুল(৩৮)। অভিযুক্তদের সকলেই ধর্মপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফজল আহম্মদ মাষ্টার বাড়ীর বাসিন্দা। থানায় দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, অভিযুক্তরা স্থানীয় মাটি খেকোঁ সিন্ডিকেটেরর সদস্য। তারা পরস্পর যোগসাজসে উপজেলার ধর্মপুর ইউনিয়নের খিরাম সড়কের পাশে টেকের দোকান এলাকায় অবৈধভাবে স্ক্যাভেটর দিয়ে টিলা কেটে পাশের নাল শ্রেনীর কৃষি জমি ভরাট করছে। অভিযোগে উল্লেখ করা হয় গত কয়েক দিন ধরে অব্যাহতভাবে স্ক্যাভেটর দিয়ে টিলা কেটে সম্পূর্ণ সাবাড় করে দেয় অভিযুক্তরা। ভুমি অফিসের কর্মকর্তারা ইতোপূর্বে একাধিকবার সেখানে অভিযান চালালেও অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় আইনি ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, টিলা শ্রেণীর মাটি কাটার ফলে এক দিকে যেমন বন উজাড় করে পরিবেশের মারাতœক ক্ষতি সাধন করা হচ্ছে, অপরদিকে আবাদি জমি ভরাট করে চাষ অনুপযোগী জমিতে পরিণত করছে অভিযুক্তরা। যা বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪(চ) ধারার অপরাধ ও ১৫ ধারার দ-নীয়। এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আবেদন জানানো হয়।