জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে ১৮তম বর্ষে পদাপর্ণ করলো সংগঠনটি। গতকাল মঙ্গলবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বর্ণিল আয়োজনে সংগঠনটির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় উৎসবমুখর পরিবেশে প্রধান অতিথি হিসেবে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। তিনি বলেন, আমাদের সবসময় উচিত হবে ইতিবাচক দৃষ্টি ভঙ্গি লালন করে বস্তুনিষ্ঠ সংবাদের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ের চিত্র বিশ্ব দরবারে তুলে ধরেন সাংবাদিকরা? তাই গুরুত্ব দিয়ে সবাইকে নিজের কাজ করতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাক।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আহবায়ক আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, সহকারী প্রক্টর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মো. ইব্রাহীম ফরাজী, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন। পাশাপাশি উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিকুজ্জামান আশিক,জবিসাসের সাবেক সভাপতি রবিউল আলম, সাবেক সহ-সভাপতি সাগর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আহসানুল মাহবুব জোবায়ের, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আহমেদ ও অন্যান্য সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জবিসাসের সদস্য সচিব অপূর্ব চৌধুরী ও আহবায়ক কমিটির সদস্য মাহির আমির মিলন।
অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এর পূর্বে দুপুর ১টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিক সমিতির সদস্যদের নিয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহীদ মিনার থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আহবায়ক আবু সাঈদ চৌধুরী বলেন, জবিসাসের ইতিহাস বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ইতিহাস। অতীতেও যেমন সমিতির সদস্যরা নিজেদের নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে কাজ করে এসেছে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আগামীতেও সেভাবেই কাজ করে যাবে।
জবিসাসের সদস্য সচিব অপূর্ব চৌধুরী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন সংগ্রামের সারথি হয়েছে প্রথম সারি থেকে। শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিটি আন্দোলনে শুধু লেখনী নয়, নীতিনির্ধারকের ভূমিকায় ছিল জবিসাস। সকলের হৃদয়ে স্থান করে নিয়েছে আস্থার সর্বোচ্চ ঠিকানা হিসেবে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ২০০৬ সালের ২০ জুন শিক্ষা, সততা, সাহসিকতা স্লোগানে ১৯ জন সদস্য ও ৫ জন সহযোগী সদস্য নিয়ে প্রতিষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। দীর্ঘ এই সময়ে দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের নিকট আস্থার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছে সংগঠনটি।