রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

প্রাণভয়ে শঙ্কিত উপজেলা পরিষদের চেয়ারম্যান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০২৩

জাতীয় নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশা ও হরিরামপুরের বালু মহাল নিয়ে দ্বন্দ্ব তৈরি হওয়ায় প্রাণভয়ে শঙ্কিত হয়ে পড়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।
তার অভিযোগ, এমপি মমতাজ এবং তার অনুসারীরা নানা হামলা-মামলা করে দলের লোকজনের ক্ষতি করছেন। যে কোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তিনি। গত শুক্রবার (২৩ জুন) বিকেলে হরিরামপুর উপজেলা চত্বরে উন্মুক্ত সংবাদ সম্মেলন করে নিজ দলের সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে এই অভিযোগ আনেন দেওয়ান সাইদুর রহমান। তবে মমতাজ বেগমের ভাষ্য তিনি সন্ত্রাসের রাজনীতি করেন না। দেওয়ান সাইদুর রহমানের কর্মকা-েই হরিরামপুরে আইনশৃংঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে দাবি করেন তিনি।
সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং মিথ্য মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলনে দেওয়ান সাইদুর রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নিবার্চনে তিনি এমপি হিসেবে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এ ছাড়াও হরিরামপুরে একটি বালু মহল ইজারাকে কেন্দ্র করে এমপি মমতাজ বেগম ও তার অনুসারীরা তার উপর নাখোশ হয়েছে। এর জের ধরে হরিরামপুরে তার অনুসারী আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক তিনটি হয়রানীমূলক মামলা দায়ের করা হয়েছে। মামলায় তার ছেলেকেও আসামি করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ বালু মহল ইজারা নিতে এমপি মমতাজ তার পিএসকে দিয়ে টেন্ডার দালিখ করেন। কিন্তু বালু মহল না পেয়ে মমতাজ বেগম ও তার অনুসারীরা ক্ষিপ্ত হন। এরপর মমতাজ বালুমহল বাতিল চেয়ে ভূমি মন্ত্রণালয়ের সাধারণ শাখা-২-এ গত ১১ মে একটি ডিও লেটার পাঠান। ওই ডিও লেটারের পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয়ের সাধারণ শাখা-২ সহকারী সচিব মো. জসিম উদ্দিন পাটোয়ারি গত ১৮ মে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কাছে একপি পত্র পাঠায়। জেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট দফতরে প্রতিবেদন প্রেরণ করে। বালুমহল বন্ধের কোনো কারণ নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে হরিরামপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনিত ঘঠেছে বলে দাবি করে দেওয়ান সাইদুর রহমান আরো বলেন, আইনশৃঙ্খলা অবনতির নেপথ্যে রয়েছেন এমপি মমতাজ বেগম। এই অবস্থা অব্যাহত থাকলে আগামী জাতীয় সংসদ নিবার্চনে এর প্রভাব পড়বে।
এ ছাড়া তিনি এমপি মমতাজের বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের নেতাদের দলে ভেড়ানোর অভিযোগ এনে বলেন, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমান মমতাজ বেগমের সন্ত্রাসী বাহিনীর প্রধান। লুৎফর ছাত্রদলের রাজনীতি করতো। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধুলশুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী কালাম। তিনি অভিযোগ করে বলেন, উপজেলা চত্বরে আসামাত্র এমপি’র অনুসারী ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমানের নেতৃত্ব ১৫-২০ জন আমাকে পিটিয়ে রক্তাক্ত করে। এরপর থানায় নিয়ে পুলিশের সামনেই পুনরায় মারধর করা হয়। হামলায় আহত হলাম, আবার আমাকেই মামলার আসামি করা হলো। আমার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। উল্লেখ্য সম্প্রতি তিনি রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিহিংসার শিকার হয়ে সন্ত্রাসী হামলায় আহত হন।
এ প্রসঙ্গে লুৎফর রহমান বলেন, আমাদের এমপি কোনো সন্ত্রাসী বাহিনী পালে না। আমরা কাউকে হামলাও করিনি। উপজেলা চেয়ারম্যান তার ছেলেসহ লোকজন সন্ত্রাসী কর্মকা- করছে। বালু মহালের নির্দিষ্ট জায়গার বাইরে মাটি কাটছে চেয়ারম্যান। আমরা বালু মহালের বিরোধীতা করিনি, বেড়িবাঁধ হুমকিতে পরবে বলে বালু মহাল নিয়ে কথা বলেছি। এ প্রসঙ্গে সংসদ সদস্য মমতাজ বেগম বলেন, আমি ১৫ বছর এলাকায় উন্নয়নের রাজনীতি করছি। আমি শিল্পী মানুষ। আমি কাউকে ধমক দেই না। কোনো দিন সন্ত্রাসের রাজনীতি করিনি। আামার কোনো সন্ত্রানী বাহিনীও নেই। দেওয়ান সাইদুর রহমান কি করেন তা ওই এলাকার জনগণ জানেন। তার লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর করছে। বালু মহালের টেন্ডার তিনি পেয়ে নদীর পাড়ের বাঁধ ঘেষে বালু কেটে নিচ্ছেন। এতে বাঁধ হুমকির মুখে পড়েছে ও স্থানীয় লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে ওই বালু মহাল বন্ধের জন্য ডিও লেটার দিয়েছি। হরিরামপুরে আইনশৃঙ্খলার অবনতির জন্য মমতাজ দেওয়ান সাইদুর রহমানকে দায়ী করেন।
সংবাদ সম্মেলনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার খন্দকার লিয়াকত আলী, বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হায়দার আলী তারেক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com