মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে একাডেমীতে অগ্নিকান্ডের প্রতিবাদে মানববন্ধন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৫ জুলাই, ২০২৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা কবি নজরুল একাডেমীতে দুষ্কৃতকারীদের লাগানো অগ্নিকান্ডে জ্বালিয়ে দেওয়া দোষীদের চিহিৃত করে আইনের আওয়াত আনার দাবীতে স্কুল প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করা হয় অত্র স্কুলের পরিচালনা কমিটি, শেয়ার হোল্ডার, শিক্ষক, অভিভাবক ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর উদ্যোগে। বুধবার বেলা ১১টায় কবি নজরুল একাডেমীর পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শমসের হোসেন হেলালের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, একাডেমীর প্রতিষ্ঠাতা ও চরফকিরা ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন সেলিম। প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন সেলিম বলেন, ৩ জুলাই রাত ২টায় স্কুল কমিটির সদস্য ফোন করে আমাকে বলেন, স্কুলের আগুন লেগেছে। আমি ঘটনাস্থলে এসে দেখি ৪ রুম বিশিষ্ট সেমি পাকা টিন সেড ভবনটির দরজার তালা ভাঙ্গা, ভিতরে আগুন ধাউ ধাউ করে আগুন জ্বলছে। তাৎক্ষনিক স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস আসতে আসতে স্কুলের ভবনটি পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরও বলেন, আগুন লাগার ২ ঘন্টা আগ থেকে অত্র এলাকায় বিদ্যুৎ ছিলনা। আমাদের প্রতীয়মান হয় যে দুর্বৃত্তরা পেট্রোল মেরে ভবনটি আগুন ধরিয়ে দিয়েছে। এতে আমাদের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। তিনি দুর্বৃত্তদের অতি দ্রুত চিহিৃত করে আইনের আওতায় আনার জোর দাবী জানান প্রশাসনের নিকট। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, অধ্যক্ষ বেলায়েত হোসেন, মিজানুর রহমান, সিরাজপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ফারুক হোসেন বিএসসি, দক্ষিণ পশ্চিম চরফকিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক বিএসসি, চরকাঁকড়া একাডেমী হাইস্কুলের সহকারী শিক্ষক নাজিম উদ্দিন বিএসসি, কবি নজরুল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ সাহাব উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com