মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে সোনাইমুড়ী বাজারে বিক্ষোভ মিছিল

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৮ জুলাই, ২০২৩

সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী এর উদ্যোগে শুক্রবার আছর নামাজের পর সোনাইমুড়ী বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সোনাইমুড়ী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আসরের নামাজ শেষে শতশত তৌহিদি জনতা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে কেন্দ্রীয় জামে মসজিদ পয়েন্টে এসে প্রতিবাদে একত্রিত হয়। পরে সেইখানে তৌহিদি জনতার উদ্দেশ্য ও সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমির রহিম উল্লাহ (বিএসসি) বক্তব্য রাখেন। বিক্ষোভ মিছিলে তারা বলেন, সুইডেনে কোরআন পোড়ানো ও অবমাননা করে চরম বেয়াদবি করা হয়েছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। জীবন বাজি রেখে হলেও কোরআনের মর্যাদা রক্ষা করতে আমরা সদা প্রস্তুত রয়েছি। এ সমাবেশে আলেম-ওলামা বলেন, গত ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কোরআন পোড়ানো হয়। এ ঘটনা বাংলাদেশসহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। কোরআনের অবমাননা যারা করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। আমরা মনে করি, সুইডেনে কোরআন পোড়ানো হয়নি, বিশ্বের মুসলমানদের হৃদয় পোড়ানো হয়েছে। এই ঘটনায় গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তারা আরও বলেন, কোরআনের অবমাননা কোনো মুসলমানের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাই আমরা এর প্রতিবাদে রাস্তায় নেমে এসেছি। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে পবিত্র কোরআনে আগুন দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com