মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:০৩ অপরাহ্ন

গজারিয়ায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জিআর চাল বিতরণ

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০২৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় এতিমখানা, লিল্লাহ বোর্ডিং এবং ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত জি.আর প্রকল্পের আওতায় একশ টন চাল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানগণের মাঝে চাল বিতরণ করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। এসময় উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল সরকার প্রমুখ। এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত গজারিয়া উপজেলায় মোট ৫৭টি ধর্মীয় প্রতিষ্ঠানে একশ টন চাল বিতরণ করা হয়। ঐসব জিআর চালের স্ব-স্ব বরাদ্দের ডিও প্রতিটি প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকের কাছে হস্তান্তর করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com