সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন

ডেস্কটপে থ্রেডস ব্যবহার করবেন যেভাবে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

টুইটারকে টেক্কা দিতে মেটা নিয়ে এসেছে বিকল্প অ্যাপ। ট্রেডস নামের অ্যাপটিতে বর্তমানে এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ৫০ মিলিয়নেরও বেশি। যেখানে ল হওয়ার মাত্র ৭ ঘণ্টায় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় ১ কোটিতে। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে থ্রেডসের ব্যবহারকারী।
বর্তমানে বিশ্বের ১০০টি দেশে চালু হয়েছে টুইটারের নতুন প্রতিদ্বন্দ্বী থ্রেডস। থ্রেড ঠিক টুইটারের মতো কাজ করে এবং এতে পোস্ট, ভিডিও শেয়ার, রি-পোস্ট ইত্যাদি অনেক কিছুই করতে পারবেন। তবে থ্রেডস শুধু অ্যান্ড্রয়েড এবং আইওএস-এই ব্যবহার করতে পারবেন। ডেস্কটপ বা ল্যাপটপে অর্থাৎ ওয়েব ভার্সন পাচ্ছেন না অ্যাপটির।
তবে বিকল্প উপায়ে কম্পিউটার বা ল্যাপটপে থ্রেডস ব্যবহার করতে পারেবন। এজন্য-
>> প্রথমে অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য উইন্ডো সাব-সিস্টেম খুলুন।
>> তারপরে সাইডবারের মাধ্যমে ‘অ্যাডভান্সড সেটিংস’ অ্যাক্সেস করুন।
>> এবার এখানে ‘ডেভেলপারস মোড’ অন করুন।
>> এখন ডব্লিউএসএ টুলস অ্যাপ্লিকেশনটি খুলুন।
>> এখানে থ্রেডস অ্যাপটি পেয়ে যাবেন। সেটি ইনস্টল করুন।
>> একবার ইন্সটল হয়ে গেলে, আপনি সহজেই ল্যাপটপে থ্রেড চালাতে পারবেন।
>> তবে মনে রাখবেন, থ্রেড অ্যাপে লগইন করার জন্য আপনার একটি ইনস্টাগ্রাম আইডি প্রয়োজন হবে। তাই ইনস্টাগ্রাম আইডি না থাকলে আগে সেটি খুলুন। সেই আইডি দিলেই আপনি থ্রেড অ্যাপে লগইন করতে পারবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com