মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

বরিশাল র‌্যাব-৮ এর হাতে দীর্ঘদিন পলাতক গৃহবধু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

শামীম আহমেদ বরিশাল :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

গৃহবধুকে রাস্তা থেকে জোড় পূর্বক অপহরন করে দলবদ্ধভাবে ধর্ষণ, ধর্ষিতা নারীর আত্মহত্যার প্ররোচনা ও সহায়তার অপরাধ মামলার অন্যতম আসামী মোঃ অসলাম চৌধুরী বাবু(২২), পিতা লাল মিয়া চৌধুরী,সাং বানারঝর,থানা কোটালীপাড়া। মাদারীপুর জেলার রাজৈর থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮ সিপিএসসি এবং সিপিসি (৩) মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল যৌথদল ১২ই জুলাই বুধবার রাত আনুমানিক ১০ টায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নাজিরপুর থানার মামলার আসামীকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (১৩ই, জুলাই) দুপুরে বরিশাল র‌্যাব-৮ বরিশাল নগরীর রুপাতলীস্থ প্রধান কার্যলয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে পাঠানো তথ্যে সূত্রে জানা গেছে ২০২২ সালের ১৩ই মে বিকাল ৪টার সময় ভিকটিম কেনাকাটার জন্য গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া যান। আনুমানিক সন্ধা সাড়ে ৬টার দিকে আসামীরা ভয়-ভীতি দেখিয়ে মোটরসাইকেল যোগে গৃহবধুকে অপহরন করে কোটালীপাড়া থানাধীন বানারজোর হতে তালপুকুরিয়া রোডের জনৈক কালাম মোল্লার ঘেড়ের মধ্যে নিয়ে এজাহার নামীয় তিনজন সহ অজ্ঞাতনামা দুইজন সহ পাঁচজনে পালাক্রমে রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পালাক্রমে দলবদ্ধভাবে ধর্ষন করে। পরবর্তীতে ভিকটিমকে গোপালগঞ্জের কোটালীপাড়া বানারজোর-টু তালপুকুরিয়া লিংকরোড এলাকায় ফেলে রেখে চলে যায়। পরে ভিকটিমের পরিবারের সদস্যরা খোঁজ করে তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে ধর্ষনকারীরা ঘটনার পরপরই আত্বগোপনে চলে যায়। পরবর্তীতে ১৪ই মে সকাল আনুমানিক ৫টার দিকে ক্ষোভে ও লজ্জায় নিজ বাড়ির আম গাছের ডালের সাথে শাড়ি কাপড় দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করে। এঘটনায় ভিকটিমের স্বামী সুনিল মন্ডল পিরোজপুর জেলার নাজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে জোড়পূর্বক অপহরন করে দলবদদ্ধভাবে ধর্ষণ,নারীর আত্বহত্যা প্রচারনা ও সহায়তার অপরাধে একটি মামলা দায়ের করে। উক্ত ঘটনার মামলার তদন্ত ছায়াভার বরিশাল র‌্যাব-৮ শুরু কওরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করে নাজিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলেেছ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com