মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

বদলগাছীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচীর শুভ উদ্বোধন

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩

নওগাঁর বদলগাছীতে প্রাণিসম্পদ দপ্তরের এলডিডিপি প্রকল্পের আওতায় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচীর শুভ উদ্বোধন হয়েছে। সকাল ১১ টায় বালুভরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক তৌফিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, বালুভরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল এমরান হোসেন, বালুভরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোত্তালেব হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, বালুভরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক তৌফিক জানান, এই প্রকল্পের আওতায় বালুভরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩৪ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২০০ মিলি লিটার করে পাস্তুরিত তরল দুধ পান করানো হবে। বছরে ১৬০ দিন শিক্ষার্থীদের জন্য প্রকল্প থেকে এই পাস্তুরিত তরল দুধ সরবরাহ করা হবে। প্রধান শিক্ষক সম্বন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com