বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
প্রয়োজন ছাড়া ব্যাংক থেকে টাকা না তোলার বাংলাদেশ ব্যাংকের আহ্বান ১৫তম জাতীয় সিনিয়র ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতায় শাম্মী সুলতানার তিনটি অনন্য রেকর্ড জনপ্রশাসন সংস্কারে নাগরিকরা মতামত দিতে পারবেন যেভাবে প্রফেসর তরুণ কান্তি বড়–য়ার রেক্টর পদে যোগদান উপলক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা হাসিনার মতো ’৭১ সালে শেখ মুজিবও পালিয়ে ছিলেন: মির্জা ফখরুল মার্কিন নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৬ প্রার্থী আগামী ২৬ নভেম্বর শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা বজ্রপাতে মাঠেই মারা গেলেন ফুটবলার মার্কিন নির্বাচন : কার জয়ে বাংলাদেশের সাথে সম্পর্কে কী প্রভাব পড়বে? ৮ গোপন আটককেন্দ্রের সন্ধান

সাহিত্য জীবনের কথা বলে: ইব্রাহিম বাহারী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩

বিসিএর সেক্রেটারি ইব্রাহিম বাহারী বলেন,সাহিত্য জীবনের কথা বলে। সমাজ পরিবর্তনে সাহিত্যের ভূমিকা অস্বীকার করার অর্থ মানব সভ্যতার ইতিহাস অস্বীকার করা। জাতির প্রতিটি সঙ্কটকালে বাংলা সাহিত্যের কবি, সাহিত্যিক ও লেখকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই আজ আমরা যারা সাহিত্য সংস্কৃতি চর্চা করছি তাদের মেধা ও মননকে কাজে লাগিয়ে জাতিকে জাগাতে হবে। তিনি ২১ জুলাই শুক্রবার বিপরীত উচ্চারণ সাহিত্য সংস্কৃতি সংসদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাহিত্য আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
রাজধানীন মিরপুরে একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি,গীতিকার আমিনুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও বিসিএর সেক্রেটারি ইব্রাহিম বাহারী ,প্রধান আলোচক হিসেবে ছিলেন এ সময়ের অন্যতম প্রধান কবি হাসান আলীম । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি ইয়াকুব বিশ্বাস।
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট গল্পকার লিয়াকত আলী, শিল্পী মালিক আব্দুল লতিফ, কবি গীতিকার সুমন রায়হান,শিল্পী নুরুল ইমরান, অ্যাডভোকেট সুলতান মাহমুদ বান্না প্রমুখ। নবীন ও প্রথিতযশা কবিদের স্বরচিত কবিতা পাঠ ও শিল্পীদের গানে গানে মুখরিক ছিল আজকের এ সাহিত্য আড্ডা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। সাহিত্য আড্ডায় আরো লেখা পাঠ করেন মাজেদুর হাসু, ইসমাইল হোসেন, সাগর হাওলাদার, নোমান সাদিক, আবুল হোসেন ময়েজি,নজরুল ইসলাম,আব্দুল আহাদ শোয়েব,আব্দুল কাইউম,জাবির আনজুম ও আশিকুর রহমান। সাহিত্য আড্ডায় পঠিত লেখা সমূহের উপর গঠনমূলক সমালোচনা করেন প্রধান আলোচক কবি হাসান আলীম । অনুষ্ঠানে সবার আলোচনাতেই বিপরীত উচ্চারণকে আরো সুসংগঠিত করে এভাবে সাহিত্য আড্ডাসহ ব্যাপক অনুষ্ঠান আয়োজন অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন। প্রেসবিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com