বুধবার, ১৫ মে ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
কালীগঞ্জে থামছে না কৃষি জমির মাটি কাটা কম খরচে লাভ বেশি হওয়ায় বাদাম চাষে আশার আলো দেখছেন কৃষকরা কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সারেংকাঠী ও গুয়ারেখা ইউনিয়নে ঢল নেমেছে স্বচ্ছ মনের প্রার্থী আলহাজ্ব আঃ হকের পক্ষে শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র খোকনের দায়িত্ব গ্রহণ অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ উপজেলার পর এবার সিলেট বিভাগেরও শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান কালীগঞ্জের আল-জাছির হলেন দেশ সেরা কালিয়ায় মক্কীনগর কবরস্থানের উদ্বোধন ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা আরমান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রুল মডেল – এটি এম পেয়ারুল ইসলাম

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে, দেশ আজ উন্নয়নের রুল মডেল হয়েছে। মেট্রোরেল হচ্ছে, পদ্মাসেতু আজ দৃশ্যমান হয়েছে। বড় বড় মেগা প্রকল্প শেষ হচ্ছে। উন্নয়নের এই অগ্রযাত্রা ধরে রাখতে হলে সবাই ঐক্যবদ্ধ হয়ে আবারো শেখ হাসিনাকে ক্ষমতা বসানোর নিয়ত করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। ফটিকছড়ি আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল অডিটোরিয়াম উদ্ভোধন করতে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন বন্ধ হবে। অসহায় পরিবারকে সহযোগিতা, বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা বন্ধ করে দিবে। তারা ক্ষমতায় গেলে আবারও চুরি করবে। চুরির কারনে খালেদা জিয়া জেলে গেছে। তার ছেলে তারেক জিয়া বিদেশে পলাতক। শেখ হাসিনার প্রতি আস্তা রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামীলীগকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। এছাড়াও তিনি আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয়কে এমপিও ভুক্ত করনে সর্বাত্ত্বক সহযোগিতার আশ্বাস দেন। ১ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল মাবুদের সভাপতিত্বে শেখ রাসেল অডিটোরিয়াম উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব। এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, স্থানীয় ইউপি চেয়ারম্যান অহিদুল আলম জুয়েল, জাফতনগর ইউপি চেয়ারম্যান জিয়া উদ্দিন জিয়া। শিক্ষক জনপ্রিয় বড়ুয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এড. ছালামত উল্লাহ চৌধুরী শাহিন, উত্তরজেলা মৎসজীবি লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম, সাবেক পুলিশ কমিশনার কাজল কান্তি চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ এস কে সেলিম, আবু জাফর, এস এম শাহ আলম, সজল বড়ুয়া, তৈয়ব আলী, মোঃ হাসান, আওয়ামীলীগ নেতা হাবিব সাজ্জাদ, মোঃ হোসেন, মাসুদ পারভেজ, এমরান মুহুরী, জেলা যুবলীগ নেতা মো:আলাউদ্দিন, এম ফারুক রায়হান, আবু তৈয়ব, জেলা ছাত্রলীগ নেতা তাফসির চৌধুরীসহ অনেকে। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com