মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ উপজেলার পর এবার সিলেট বিভাগেরও শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান

ষ্টাফ রিপোর্টার মৌলভীবাজার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ উপজেলার পর এবার সিলেট বিভাগেরও শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান নির্বাচিত হবার গৌরব অর্জন করেছেন। তিনি মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়- জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ সিলেট বিভাগীয় উদযাপন কমিটির আহ্বায়ক ও সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি ও সদস্য সচিব, মাধ্যমিক ও উ”চ শিক্ষা, সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আব্দুল মান্নান খান এর সমন্বয়ে গঠিত কমিটি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে ঘোষিত ১৪টি মুল্যায়ন সূচকে বিচার বিশ্লেষণ করে এবং গত ১২ মে সিলেট সরকারি মহিলা কলেজে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে গতকাল ১৩ মে অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদকে বিভাগীয় শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ ঘোষনা করেন। এর আগে ০২ মে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান নির্বাচিত হবার পর ০৭ মে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান নির্বাচিত হন। উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসাও ২০১৯ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদরাসা নির্বাচিত হয়েছিল। উপজেলা, জেলা ও বিভাগীয় শ্রেষ্ঠ নির্বাচিত হবার প্রতিক্রিয়িায় অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ বলেন- উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি সুনাম ও সুখ্যাতির সাথে পরিচালিত হচ্ছে। তিনি এ মাদরাসায় ২০১৩ সাল থেকে অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। তিনি বলেন- বিভাগীয় শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান নির্বাচিত হয়ে তার দায়িত্ব ও কর্তব্য আরো বেড়ে গেলো। তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি তার এ সাফল্য ও মেধা কাজে লাগিয়ে যেন এ শিক্ষা প্রতিষ্ঠানের আরো যেন উন্নতি করতে পারেন, এ দোয়া প্রার্থী সকলের নিকট। তিনি মাদরাসার দায়িত্বের পাশাপাশি সামাজিক ও শিক্ষামূলক কাজে জড়িত রয়েছেন। তিনি মেšলভীবাজার জেলাব্যাপি শিক্ষামূলক সংগঠন থার্ষ্ট ফর নলেজ মৌলভীবাজার এর সম্মানিত সাধারণ সম্পাদক, কুলাউড়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদ হিংগাজিয়ার সভাপতি ও বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেসীন মেšলভীবাজার জেলা শাখার ১ম যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার বাড়ী মেলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হিংগাজিয়া গ্রামে। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখার অঙ্গিকার ব্যক্ত করে তিনি এজন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com