রবিবার, ০৫ মে ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

পটিয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

চট্টগ্রামের পটিয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। পটিয়া নির্বাচন অফিসের আয়োজনে পটিয়া সরকারি কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরন অনুষ্ঠান চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নিবন্ধন অনুবিভাগ নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী,পটিয়া পৌর মেয়র মোঃ আইয়ুব বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরন চৌধুরী, মাজেদা বেগম শিরু, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, পটিয়া থানার ওসি প্রিটন সরকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মীর আন-নাজমুস সাকিব, তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীল, চেয়ারম্যান এম এ হাসেম, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির, জেলা যুবলীগের সদস্য আবদুল হান্নান লিটন, মোহাম্মদ বখতিয়ার, মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহিউদ্দিন সহ ঊর্ধ্বতন সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com