দুইজনই সুুমন। একজন ব্যারিস্টার আরেকজন সাবেক মেজর। ব্যারিস্টার সুমন ও মেজর (অব.) সুমনের দুদলের অধিনায়কত্বে দুর্দান্ত এক ফুটবল ম্যাচ উপভোগ করলো দাউদকান্দিবাসী। এ ম্যাচ ঘিরে আগ থেকেই ছিল বিপুল উৎসাহ-উদ্দীপনা। সকাল থেকেই ছিল স্টেডিয়ামমুখী ফুটবল অনুরাগীদের জনস্রোত। খেলা শুরুর আগ মূহুর্তেই উপচে পড়া দর্শকে পরিপূর্ণ হয়ে যায় কুমিল্লার দাউদকান্দির জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়াম চত্বর । জায়গা না পেয়ে মাঠ সংলগ্ন ভবনের ছাদ ও গাছে উঠে খেলা উপভোগ করে ক্রীড়ামোদীরা। উপজেলা ক্রীড়া সংস্থার সফল আয়োজন ছিল মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া প্রীতি ফুটবল ম্যাচ। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসানের সভাপতিত্বে ফুটবলপ্রেমীদের তুমুল হর্ষ ও করতালির মধ্যে ম্যাচ উদ্বোধন করেন প্রধান অতিথি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি । ব্যারিস্টার সাইদুল হক সুমন ছিলেন ফুটবলপ্রেমীদের আগ্রহ ও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। ম্যাচটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগার। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী বনাম মেজর (অব.) সুমন ফুটবল একাদশের নান্দনিক ফুটবল, ইতিহাসের সাক্ষী হয়ে রইল জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়াম। ম্যাচটিতে ছিল স্বরণকালের সেরা দর্শক উপস্থিতি। এদিন উভয় দলের প্রানবন্ত ফুটবল মাতিয়ে রাখে উৎসবের বর্ণিল সাজে সজ্জিত পুরো স্টেডিয়াম জুড়ে থাকা ফুটবলপ্রেমীদের। খেলা শুরুর পর ঘড়ির কাটায় সময় বাড়ার সাথে বাড়তে থাকে খেলার গতি। এক সময় তা পৌছে যায় উত্তেজনার চরমে। অপ্রতিরোধ্য ছিল উভয় দলের রক্ষণবুহ্য। মেজর (অব.) সুমন একাদশ প্রতিপক্ষ শিবিরে মূর্হ-মূর্হু আক্রমণ শানলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি দলটি। প্রতিপক্ষ দলও আক্রমনে ছিল সমানভাবে সক্রিয়। উভয় দলের খেলোয়াড়েরা নিজেদের জালে, জড়াতে দেননি প্রতিপক্ষের বল। পুরো খেলাজুড়েই দু-দল প্রভাব বিস্তারে ছিল মরিয়া। মেজর (অব.) সুমন একাদশের জয়ের ব্যাপারে স্থানীয় ফুটবলপ্রেমীদের প্রত্যাশার পারদ ছিল উর্ধুমুখী। ঊর্ধুমুখী পারদ নিচে নামিয়ে হাইভোল্টেজ এ ম্যাচ গোলশূন্যভাবে শেষ করে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। এ সময় খেলাটি উপভোগ করেন,প্রধান অতিথি সুবিদ আলী ভূঁইয়া এমপির সহধর্মিণী মাহামুদা ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা আ লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,মডেল থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, মুক্তিযোদ্বা সোহরাব হোসেনসহ আরও অনেকই।