শনিবার, ০৪ মে ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তার বেহাল দশা,জনদুর্ভোগ চরমে

এহসান বিন মুজাহির (শ্রীমঙ্গল) মৌলভীবাজার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট রোডে অবস্থিত ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা-যাওয়ার একমাত্র রাস্তাটি (কালিঘাট-ফুলছড়া) দীর্ঘদিন ধরে বেহাল দশা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সরজমিন ঘুরে দেখা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ধীরগতিতে যানবাহন চলাচল করছে। দীর্ঘ দিন থেকে ভোগান্তির শিকার হতে হচ্ছে হাসপাতালে আসা রোগী, পর্যটকসহ সাধারণ মানুষকে। রোগী, চিকিৎসক, চালক ও পথচারীদের জন্য এ রাস্তাটি চরম দুর্ভোগের কারণ। মাঝেমধ্যেই এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে উল্টে যাচ্ছে রিকশা, ভ্যান, অটোরিকশা। মুমূর্ষু রোগী এবং গর্ভবতী নারীদের নিয়ে এ রাস্তা দিয়ে যাতায়াত করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি) এর সদর দপ্তর, বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালালাবাদ গ্যাস অফিস, শ্রীমঙ্গলের রমেশের সাত কালার চায়ের স্টল (আদী নীলকন্ঠ), হরিণছড়া গল্ফ মাঠসহ ১২টি চা বাগানে যেতে এই সড়ক ব্যবহার করতে হয়। শ্রীমঙ্গলে আসা বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের চা বাগানের সৌন্দর্য উপভোগ করতেও এ রাস্তা ব্যবহার করেন। এ সড়কে অটোরিকশা চালান শাকিল, মনির, আতাউর। তাদের সাথে আলাপকালে তারা জানান, এ সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ধীরগতিতে যানবাহন চালাতে হয়। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ফলে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন এ সড়ক দিয়ে চলাচলকারী রোগী, রোগীদের আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দারা। গর্ভবতী নারীকে নিয়ে আসা সিন্দুরখান ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সায়েস্তা মিয়া বলেন, রাস্তার অবস্থা খুব খারাপ, গর্ভবতী এক রোগীকে নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে। তিনি বলেন হাসপাতালের একমাত্র রাস্তা হওয়ায় কয়েক হাজার লোক প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন। তা সত্ত্বেও সড়কটি মেরামতে সংশ্লিষ্টদের কোনো উদ্যোগ চোখে পড়েনি। স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির বলেন, রাস্তাটি বেহাল হলেও দীর্ঘদিন সংস্কার হয়নি। প্রতিদিনই অসংখ্য রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। সড়ক দূর্ঘটনায় আহত এক রোগীকে নিয়ে হাসপাতালে আসা রোগীর স্বজন মুহিন মিয়া বলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমূর্ষু রোগীকে নিয়ে আসতে বেশ কষ্ট হয়েছে, রাস্তার বেহল দশার কারণে যেকোনো রোগীকেই আনা-নেওয়া করা অনেক কষ্টের। হাসপাতালে রোগী নিয়ে আসা রাজঘাট চা বাগানের পিয়ালী ভৌমিক বলেন, এই রাস্তার অবস্থা দেখে মনে হচ্ছে, রাস্তাটি নিজেই অসুস্থ। অথচ এই রাস্তা দিয়েই প্রবেশ করতে হয়, আবার বের হতে হয়। বিকল্প কোনো পথ নেই। হাসপাতালের সেবা নিতে আসা গুরুতর অসুস্থ রোগীরা এ রাস্তা দিয়ে যাতায়াত করেন। সড়কটির অবস্থা বেহাল হওয়াতে অসুস্থ রোগীরা দুর্ভোগে পড়েন। সড়কটি দ্রুত সময়ের মধ্যে মেরামত করে জনদুর্ভোগ নিরসনের দাবি জানান তিনি। শ্রীমঙ্গল কালিঘাট রোডের ব্যবসায়ী রুহুল আমিন রুবেল বলেন, এই সড়কের বেহাল দশা থাকায় চরম দুুর্ভোগে জনসাধারণ। হাসপাতালে আসা রোগীসহ পর্যটকরা অনেক দিন যাবৎ ভোগান্তিরর শিকার। জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কারের দাবি জানান তিনি। শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো: ইউসুফ হোসেন খান বলেন, চলতি বছরে কালিঘাট সড়কের এক কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর স্কিম পাঠানোর পর অনুমোদনও হয়। এরপর জেরিন এন্টারপ্রাইজের একজন ঠিকাদার কাজটি পেয়েছিলেন। কিন্তু তিনি কিছু কাজ করে অবশিষ্ট কাজ ফেলে চলে যান। সম্প্রতি আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি ওই ঠিকাদারকে জরিমানাসহ কাজটি বাতিল করে নতুন করে টেন্ডারের জন্য। টেন্ডার প্রক্রিয়াধীন আছে। আশা করি নতুন টেন্ডার পাাওয়ার সাথে সাথে অবশিষ্ট কাজসহ উপজেলা কমপ্লেক্সের সড়কটি দ্রুতই সংস্কার কাজ শুরু করতে পারবো। তিনি আরও বললেন, যেহেতু কাালিঘাট সড়কটি হাসপাতালে যাতায়াতের একমাত্র রাস্তা। ভোগান্তির বিষয়টা মাথায় নিয়ে খুব দ্রুতই সংস্কার কাজ শুরুর সর্বোচ্চ চেষ্টা করছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী গণমাধ্যমকর্মীদের বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান রাস্তাটির অবস্থা খুবই খারাপ। দুর্ঘটনায় আহত রোগী, গর্ভবতী মহিলা এবং মুমূর্ষু রোগী নিয়ে এই রাস্তা দিয়ে আসা খুবই কষ্টকর। রাস্তাটি দ্রুত সংস্কার করলে রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com