সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:০০ পূর্বাহ্ন

মিরসরাইয়ে শান্তিনীড়ের বৃত্তি পেল ২৮৫ জন শিক্ষার্থী

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় রবিবার, ১ অক্টোবর, ২০২৩

স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১৪তম শিক্ষোন্নয়ন বৃত্তির সনদ ও পুরষ্কার বিতরণ আজ ৩০ সেপ্টেম্বর (শনিবার) বিকালে মীরসরাই জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন লায়ন্স জেলা ৩১৫ বি৪ এর জেলা গভর্ণর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান নিজামী পলাশের কোরআন তিলওয়াত ও কোষাধ্যক্ষ সবুজ কুমার সেনের গীতা পাঠের পর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, মীরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, নিজামপুর সরকারী কলেজের আয়ন ব্যয়ন কর্মকর্তা জসিম উদ্দিন, শান্তিনীড় পৃষ্ঠপোষক টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, মীরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, শান্তিনীড় উপদেষ্ঠা মির্জা জসীম উদ্দিন, শান্তিনীড় পৃষ্ঠপোষক মো. শাহাদাৎ হোসেন, ছলিম উল্যাহ, বৃত্তির আহবায়ক একরামুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক মৃদুল দাশ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি৪ এর জয়েন কেবিনেট সেক্রেটারী লায়ন এ.জেড এম সাইফুল ইসলাম টুটুল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মীরসরাই উপজেলা শাখার সভাপতি নয়ন কান্তি ধুম সহ অন্যান্যরা। এসময় ১৪তম শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মীরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ১ম থেকে ১০ম শ্রেণির ২৮৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে প্লাটিনাম, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ চার ক্যাটাগরিতে সনদ, ক্রেষ্ট, নগদ প্রাইজ বন্ড তুলে দেন অতিথিরা। এছাড়াও শান্তিনীড়ের প্রতি বছরের ধারাবাহিকতায় ২০২২ সালে নুর এ জাহেদ এবং ২০২৩ সালে ফজলুল করিমকে শ্রেষ্ঠ সংগঠক ক্রেস্ট প্রদান করা হয় এবং নবাগত পৃষ্ঠপোষক সদস্যদের মধ্যে উপস্থিত অশোক কুমার রায়, রেজাউল করিম সোহেল, মিজানুর রহমান, শাখাওয়াত হোসেন, শহিদুল ইসলাম রিপন, জাহিদুল ইসলাম ভূইয়া, শরিফুল ইসলাম কে সম্মাননা প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com