কক্সবাজারের চকরিয়ায় কৈয়ারবিলের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মো. জুয়েল ও আনোয়ারার ইঞ্জিনিয়ার মো. জিয়াবুলের সার্বিক সহযোগিতায় সাহারবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ড মাদরাসা সংলগ্ন মৌলভীপাড়া রাহমাতুল্লিল আলামীন দারুল কুরআন হিফজ মাদরাসার ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) এ উপলক্ষে হেফজখানার শিক্ষার্থীদের মাঝে জুব্বা ও কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠান মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও দাতা মাওলানা মনজুরুল কাদের বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাছন, চুনতী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবু নাঈম আজাদ, বিশিষ্ট সমাজসেবক মো. ফরিদুল আলম ও বিশিষ্ট শিক্ষানুরাগী শাব্বির আহমদ ওসমানী। অতিথিবৃন্দ হাফেজ শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন জুব্বা ও কুরআন শরীফ তুলে দেন। এসময় দৈনিক খবরপত্রের প্রতিনিধি অলি উল্লাহ রনি, দৈনিক সংগ্রামের প্রতিনিধি শাহজালাল শাহেদ, মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আজিজুল হক, হাফেজ শহিদুল আনোয়ার মনজুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের মাঝে দুপুরের খাবার তবারুক বিতরণ করা হয়।