রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
আমার কথা বলে চাঁদা-সুবিধা আদায়ের চেষ্টা করলে পুলিশে দিন : আসিফ নজরুল তিস্তার পানি দ্রুত বাড়ছে আজ আদালতে আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান ঢাকার খাল দিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে সরকার : পানিসম্পদ উপদেষ্টা শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ বরদাস্ত করা হবে না : মামুনুল হক নৌকা থাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হতে পারে : উপদেষ্টা আদর্শিক ভিন্নতা থাকলেও সবাই একসঙ্গে জাতি গঠনে কাজ করবে: মঞ্জুরুল ইসলাম জাতিসংঘে ভাষণে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা মাহমুদ আব্বাসের মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ভাষাসৈনিক অধ্যাপক আব্দুল গফুরের দাফন ছাত্র-জনতার অদম্য সংকল্প ও প্রত্যয় স্বৈরাচার থেকে আমাদের মুক্তি দিয়েছে

চকরিয়ায় বিএনপির শান্তিপূর্ণ হরতাল

অলি উল্লাহ রনি চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) :
  • আপডেট সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। রোববার (২৯অক্টোবর) এ হরতালে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। চলেনি দূরপাল্লার গণপরিবহন। তবে স্থানীয় পরিবহনগুলোকে দ্বিধাহীনভাবে চলতে দেখা গেছে। এসব পরিবহনে যাত্রী সাধারণকে ভাড়া গুণতে হয়েছে দ্বিগুণ। চলেছে প্রধান সড়কসহ পৌরশহরের অভ্যান্তরীণ সড়কে বিদ্যুৎ চালিত ইজিবাইক ও অটো রিকশা। সবমিলিয়ে চকরিয়ায় হরতাল পরিস্থিতি ছিলো স্বাভাবিক। এদিকে, হরতালের সমর্থনে রাজপথে বিএনপি-জামায়াতের কোন নেতাকর্মী মাঠে না নামলেও কার্যত হরতালের পরিবেশ বিরাজ করে মহাসড়কে। অন্যদিকে, সহিংসতা ঠেকাতে পৌরশহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন শৃংখলা বাহিনীর তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. রকিব উদ্দিন রাজার নির্দেশনায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদের নেতৃত্বে একাধিক টিম টহল দেন শহরের অলিগলিতে। মোড়ে মোড়ে চকরিয়া পৌরশহর পাহারা দেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। সকাল দশটার দিকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপির নেতৃত্বে সিস্টেম কমপ্লেক্স এলাকায় আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক দফা শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। একইভাবে শহরের পুরাতন বাস কাউন্টার এলাকায় চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদীর নেতৃত্বে আরেকটি শান্তি মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেন। উভয়ে পৃথক পৃথক মিছিলের মধ্য দিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com