চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১ নভেম্বর উপজেলা পরিষদ মাঠে যুব র্যালী ও আলোচনার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২৩” পালিত হয়। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহদর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহিম কবির ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাবের আহমদ। লোহাগাড়া উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আরফ আলী চৌধুরী প্রকাশ আরিফের সঞ্চালনায় যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, আধুনগর ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন, পুটিবিলা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদিন, চরম্বা ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মিজান, লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্রসহ উপজেলার সকল জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাবৃন্দরা। উল্লেখ্য, অনুষ্ঠানে উপজেলার ২৬ জন উপকার ভোগীদের মাঝে সর্বমোট ১১ লাখ ১৮ হাজার টাকা য্বু ঋণের চেক বিতরণ করা হয়।