বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
সবুজ পাতার ফাঁকে সোনালী শিষে স্বপ্ন বুনছেন ভালুকার কৃষকেরা শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব, হুমকিতে ফসলি জমি, সেতুসহ বসতভিটা সানন্দবাড়ীতে দাখিল পরীক্ষা উপলক্ষে প্রস্তুতি সভা শিক্ষার পাশাপাশি সমাজে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ গড়ে তুলতে হবে- লে: কর্নেল মোঃ তাজুল ইসলাম নোয়াখালী খাল পূর্বের জায়গায় খননের দাবিতে বিএনপির মানববন্ধন শ্যামনগরের ১০টি অসহায় পরিবারের ভিটাবাড়ি জবরদখল চেষ্টার প্রতিবোদে সংবাদ সম্মেলন গৌরীপুরে ‘বাংলাদেশ স্কাউটস দিবস’ উদযাপিত নেত্রকোণায় বোরো ধান জোর করে কেটে নেওয়ার অভিযোগ ফিলিস্তিনের সার্বভৌমত্ব নিশ্চিত করতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে-মানববন্ধনে দরবার শরীফের আওলাদগণ নগরকান্দায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বিয়ের এক বছর হতেই স্ত্রী যা আশা করেন স্বামীর কাছে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

বিয়ের মৌসুম শুরু হতে চলেছে। একে একে বিবাহবন্ধনীতে জড়িয়ে পড়বেন অনেক যুবক-যুবতী। তবে মনে রাখবেন, বিবাহ কিন্তু কোনো সাধারণ বিষয় নয়। বিয়ের পর সংসার টিকিয়ে রাখতে দুজনেরই অবদান রাখা জরুরি। তবে পুরুষদের এ বিষয়ে একটু বেশিই অবদান রাখতে হয়।
কারণ বেশিরভাগ নারীই মুখ ফুটে স্বামীর কাছে কিছু চাইবেন না। তাই স্বামীরই উচিত স্ত্রীর না বলা কথা বুছে নিয়ে তাদের চাহিদা পূরণ করা। বিশেষ করে বিয়ের প্রথম বছর নারীরা স্বামীর কাছে কয়েকটি জিনিস গোপনে আশা করেন। কিন্তু স্বামীর কাছে কিছুতেই খোলসা করেন না। চলুন জেনে নেওয়া যাক কী কী-
সময়: বিয়ের প্রথম বছর প্রৎেয়ক স্ত্রী তার সঙ্গীর কাছে কিছুটা সময় দাবি করেন। তাই চার হাত এক হওয়ার পর আর বেশি সময় অফিসে বসে কাটাবেন না। বরং দ্রুত কাজ শেষ করে বাড়ি ফিরে আসুন।
আর স্ত্রীর সঙ্গে হেসে-খেলে বেশি সময় কাটান। দিনে মাত্র ১ ঘণ্টাও যদি আপনি তাকে দিতে পারেন, তাহলেই স্ত্রী খুশি হবেন ও আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেবেন। আর আপনাদের দাম্পত্য হবে সুখময়।
স্ত্রীর বাবা-মাকে সম্মান করুন: স্ত্রীর কাছে তার মা-বাবাই সব। তাই তিনি সব সময়ই চাইবেন যে আপনি তার বাবা-মাকে সম্মান করুন। তবে তিনি মুখ ফুটে আপনাকে এই কথাটা বলবেন না। তাই বিয়ের পর থেকে স্ত্রীর বাবা-মাকে সম্মান করুন। তাদেরকে ভালোবাসায় ভরিয়ে দিন। সব সময় তাদের প্রশংসা করুন। এতেই দেখবেন স্ত্রী আপনার প্রতি অনেক খুশি ও কৃতজ্ঞ থাকবেন। আর আপনার বাবা-মার সঙ্গেও সর্বদা ভালো ব্যবহার ও সম্মান প্রদর্শন করবেন।
গিফট দিন: গিফট পেতে কার না ভালো লাগে। আপনার স্ত্রীও নিশ্চয়ই এই তালিকার বাইরে নন। তাই হাতে কিছুটা বাড়তি টাকা থাকলে তা দিয়ে স্ত্রীকে নিজের সাধ্যমতো গিফট কিনে দিন। তেমন হলে, অফিস থেকে ফেরার সময় একটা গোলাপ কিনে ফিরুন। আর সেই গোলাপ দিয়ে স্ত্রীকে প্রোপোজ করুন। এই কাজ করলেই দেখবেন অর্ধাঙ্গীনির চোখের কোণে আনন্দাশ্রু আসবে ও আপনাকে আরও ভালোবাসবেন।
সময় পেলেই বেরিয়ে পড়ুন: নারীরা ঘুরতে খুবই পছন্দ করেন। তাই বিয়ের পর থেকে সময়-সুযোগ পেলেই স্ত্রীকে নিয়ে বেড়িয়ে পড়ুন ঘুরতে। এমনকি সাপ্তাহিত ছুটিতেও স্ত্রীকে নিয়ে ঘুরে আসুন কাছেপিঠে কোথাও থেকে। তাহলেই দেখবেন আপনাদের সম্পর্কের ভিত আরও মজবুত হবে।
প্রশংসা করুন: স্ত্রী মনে মনে স্বামীর মুখ থেকে সর্বদা প্রশংসাসূচক কথা শুনতে পছন্দ করেন। যদি স্বামী এ কাজ না করেন তাহলে স্ত্রী মুখ ফুটে তা না জানালেও মনে মনে ক্ষুব্ধ হন। তাই পুরুষদের উচিত প্রতিদিন স্ত্রীর প্রশংসা করা। আর একবার এই কাজটা করতে পারলেই কিন্তু স্ত্রী আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com