বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ ও হরতালে গাড়ি চলাচল নির্ভয় ও নির্বিঘ্ন করার ব্যাপারে ফরিদপুরে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেছে ফরিদপুর জেলা পুলিশ। সোমবার (০৬ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ফরিদপুর পুলিশ লাইন্সের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার। এসময় উপস্থিত ছিলেন- হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান, র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইক আকতার, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো. আবদুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি খন্দকার রাশেদ, সাধারণ সম্পাদক আনিচ মোল্যা, মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মো. বজলুর রশিদ, সাধারণ সম্পাদক সুদর্শন অধিকারী, ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির, সাধারণ সম্পাদক গোলাম মো. নাসির, ফরিদপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান শেখ, ফরিদপুর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী, ফরিদপুর জেলা রেন্ট-এ-কার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মিলন ব্যাপারী প্রমুখ। এ বিশেষ মতবিনিময় সভায় বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধসহ যেকোনো পরিস্থিতিতে গণপরিবহন মালিক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন প্রশাসন সংশ্লিষ্টরা। আগামী দিনে যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কঠোর ভূমিকা নেয়াসহ কেউ অনাকাঙ্খিত ঘটনা ঘটালে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে হলেও তাকে আইনের আওয়ায় আনার ঘোষণা দেন তারা।