রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

সংসদ নির্বাচনের শেষ দিন পর্যন্ত ভোটের মাঠে থাকতে চান মোঃ আঃ মান্নান মুসল্লি

সাজিদ হোসেন রাজবাড়ী :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

ছোটবেলা থেকেই বিশ্ব জাকের মঞ্জিল (আটরশিতে) যাতায়াত ছিল তার। শুরু থেকেই আটরশির ভক্ত তিনি। রাজনীতির শুরুর হাতে খড়ি সেখান থেকেই। ১৯৮৯ সালে আটরশি থেকে ঘোষণা করা হয় জাকের সংগঠন নামে একটি অরাজনৈতিক সংগঠন। এরপর এই সংগঠনটির নাম পরিবর্তন করে করা হয় জাকের পার্টি। সে সময় মোঃ আঃ মান্নান মুসল্লি জাকের পার্টির অঙ্গ সংগঠন যুব ফ্রন্টের জেলা সদরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেই সঙ্গে জেলা জাকের পার্টির সদস্য হিসেবেও দায?িত্ব পালন করেন। এরপর তার রাজনীতির ব্যাপ্তি আরো বৃদ্ধি পায়। জাকের পার্টির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায?িত্ব পালন করেন তিনি। ২০১১ সালে রাজবাড়ী সদরের মূলঘর ইউনিয়ন পরিষদ থেকে জাকের পার্টির পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। নির্বাচনে তিনি দল মত নির্বিশেষের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১৬ সালে একই ইউনিয়ন থেকে জাকের পার্টির পক্ষ থেকে সাধারণ জনতার ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২১ সাল পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায?িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের রাজবাড়ী জেলার সহকারী কর্মী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্ব জাকের মঞ্জিল এর মুরিদানদের বাইরেও আপামর জনতার ভালোবাসা রয়েছে তার প্রতি। সেদিকে বিবেচনা করে গত কয়েক মাস যাবত তিনি পথে প্রান্তরে রাজবাড়ী -১ আসন থেকে সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য একজন প্রার্থী হিসেবে জনসংযোগ করে যাচ্ছেন। তিনি জনগণের সেবা নিশ্চিত করনের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তার হাতে গড়া মুসল্লী ফাউন্ডেশন থেকে বিভিন্ন মানুষকে সেবা প্রদান করা হয়। করোনা কালীন সময়ে তিনি হয় ভীতি উপেক্ষা করে জনগণের পাশে দাঁড়িয়ে ছিলেন। এই ফাউন্ডেশন থেকে তিনি দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করে থাকেন। অর্থের জন্য কারো চিকিৎসা হচ্ছে না দেখেও তিনি তার পাশে দাঁড়ান। এছাড়াও প্রতিনিয়তই মানুষ তার কাছে মমতা পায়। ইউপি চেয়ারম্যান থাকাকালীন সময়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন তিনি। করেছেন ব্রিজ কালভার্ট স্কুল। করেছেন অসহায়দের বিবাহের ব্যবস্থা। তার হাতে প্রতিষ্ঠিত প্রাইমারি স্কুলের প্রধান উপদেষ্টা তিনি। মূল ঘর ইউপির গোপালপুরের শাহাজাহান লালন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা তিনি। সংস্কৃতিবান ব্যক্তি হিসেবেও এলাকায় তিনি ব্যাপক পরিচিত। মূল ঘর ইউনিয়ন পরিষদ সংলগ্ন তার নিজস্ব ১০ শতাংশ জমি তিনি ইউনিয়ন পরিষদ কে দান করেছেন। এ বছরে যখন ডেঙ্গু প্রকোপ আকার ধারণ করেছিল তখন তিনি এলাকায় এলাকায় ঘুরে হাজার হাজার প্যাকেট মশার কয়েল মানুষের মধ্যে বিতরণ করেছেন। করেছেন সচেতনতামূলক রালী। ঈদের সময় তিনি দৌলতদিয়া ঘাটে নিজ উদ্যোগে তার নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা দিনরাত ধরে ঘরে ফেরা মানুষের বিভিন্নভাবে সেবা করেছেন। মান্নান মুসল্লী বলেন, তিনি পরপর দুবার মূলঘর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি এলাকার মানুষকে যতটুকু পেরেছেন সাহায্য করার চেষ্টা করেছেন। সেজন্য সাহায্যের ব্যাপ্তি যাতে আরো বৃদ্ধি পায়। এজন্য তিনি রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে ইচ্ছুক। তিনি জানান, নির্বাচনের প্রতিদ্বন্দিতার ব্যাপারে তিনি জন সাধারণের ব্যাপক সাড়া পেয়েছেন। রাজবাড়ী গোয়ালন্দের আপামর জনতা তাকে ভোট দিয়ে সংসদ নির্বাচনে জয়ী করবেন এ আশা করেন তিনি। তিনি আরো বলেন, রাত দিন তিনি গ্রামগঞ্জে, মহল্লায় জনসংযোগ করে বেড়াচ্ছেন। দল মত নির্বিশেষে সকল জনগণের ভোট চান তিনি। তিনি বলেন, আসুন আমরা জনগণকে ভালোবাসা দিয়ে ভোট অর্জন করি। সহিংসতা কোনদিন কোন ভালো কিছু বয়ে আনে না। হরতাল অবরোধ কোন সমাধান নয়। এগুলো দেশের ব্যাপক ক্ষতি সাধন করে। তিনি জনগণের দোয়া প্রার্থী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com