সোমবার, ০৬ মে ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
দিল্লি বিমানবন্দরে বাংলাদেশী গার্মেন্টসের রফতানি বাড়ায় ভারতীয়দের আপত্তি নকলায় বিএনপির ৪ নেতানেত্রীকে বহিষ্কার পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য ১২ দিনে পানিতে ডুবে ১২ শিশুর মৃত্যু অর্থবছরের ছয় মাসে রাজস্ব আহরণ প্রায় ১৪ শতাংশ বেড়েছে: অর্থমন্ত্রী চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের মাটি ইটভাটায় ব্যবহারের অভিযোগ বরিশালে ৮ ঘন্টা বন্ধ থাকার পর অভ্যন্তরীন ও দুরপাল্লার বাস চলাচল শুরু : অতিরিক্ত পুলিশ মোতায়েন আপনাদের সহায়তায় সুস্থ জীবন চাই শ্রীমঙ্গলে সদ্যপ্রতিষ্ঠিত নূরে মদিনা মাদরাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা ও লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা ফুলপুরে চেয়ারম্যান প্রার্থী হাবিবের মিছিল

মানসম্মত শিক্ষার প্রসারে ও পরিবেশ বান্ধব অবকাঠামো নির্মাণে শতভাগ প্রকল্পের কাজ সম্পন্ন করছে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর

শামীম আহমেদ বরিশাল
  • আপডেট সময় রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

বরিশালের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যুগোপযোগি ও মানসম্মত শিক্ষার প্রসারে ও পরিবেশ বান্ধব অবকাঠামো নির্মানে বিগত ১৫ বছরে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। বরিশাল জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান সরকারের বিভিন্ন দিক নির্দেশনায় ধাপে ধাপে শিক্ষার মানন্নোয়নের লক্ষ্যে শতভাগ প্রকল্পের কাজ সম্পন্ন করছে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। শতভাগ সম্পন্ন করা প্রকল্পের মধ্যে রয়েছে। যথাক্রমে, প্রায় ১৩১ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্প (কাজের সংখ্যা প্রায় ১৯টি), প্রায় ৫৯ কোটি টাকা ব্যয়ে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন শীর্ষক প্রকল্প (কাজের সংখ্যা প্রায় ৮৯টি), প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ৩০৬টি উপজেলা সদরে বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহে মডেল স্কুলে রূপান্তর শীর্ষক প্রকল্প, (কাজের সংখ্যা প্রায় ১৩টি), প্রায় ৪ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্বাচিত বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহে ভৌত অবকাঠমো উন্নয়ন শীর্ষক প্রকল্প (কাজের সংখ্যা প্রায় ৫৩টি), প্রায় ৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে শিক্ষার মানন্নোয়নের লক্ষে জেলা সদরে অবস্থিত সরকারি পোষ্ট গ্রাজুয়েট কলেজ স্থাপন শীর্ষক প্রকল্প (কাজের সংখ্যা প্রায় ৯টি), প্রায় ১৬ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে নির্বাচিত বে-সরকারী মাদ্রাসা সমূহের একাডেমি ভবন নির্মান শীর্ষক প্রকল্প (কাজের সংখ্যা প্রায় ২৫টি), প্রায় ৩ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে বরিশালের মুলাদী উপজেলার নজিরপুর ইউনাইটেড কলেজ-এর একাডেমিক ভবন ও ৫০ শষ্যা বিশিষ্ঠ ছাত্রাবাস নির্মান প্রকল্প (কাজের সংখ্যা ১টি), প্রায় ৩ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে জেলার বাকেরগঞ্জ উপজেলা রোকনদ্দিন ছালেহিয়া ফাযিল মাদ্রাসা-এর একাডেমিক ভবন ও ৫০ শষ্যা বিশিষ্ঠ ছাত্রবাস নির্মান শীর্ষক প্রকল্প (কাজের সংখ্যা ১টি), প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে বরিশাল শিক্ষা বোর্ড (কাজের সংখ্যা ১টি), প্রায় ২৪ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে বরিশাল ও খুলনা শহরে ৭টি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্প (কাজের সংখ্যা প্রায় ২টি), প্রায় ১২২ কোটি ২ লাখ টাকা ব্যয়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারী কলেজ সমূহের উন্নয়র প্রকল্প (কাজের সংখ্যা প্রায় ৪৪টি), প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে বরিশাল সেকেন্ডারী এডুকেশন সেক্টর (ইনভেষ্টমেন্ট প্রোগ্রাম সেসিপ) প্রকল্প (কাজের সংখ্যা প্রায় ২৩টি)। এছাড়াও একাধিক প্রকল্প চলমান রয়েছে। যা আগামী জুন মাস নাগাত সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা যায়। এ বিষয়ে বরিশাল জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: শহিদুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মানের রুপকল্প বাস্তবায়নে বরিশাল অঞ্চলের সকল ছাত্র ছাত্রীদের পাঠদানের উপযোগী আধুনিক, বিজ্ঞানসম্মত ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ, সম্প্রসারণ ও সংস্কার কাজ বিগত ১৫ বছর যাবৎ করে যাচ্ছে বর্তমান সরকার প্রধান। তিনি আরো বলেন, যুগোপযোগি ও মানসম্মত শিক্ষার প্রসারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একইসাথে মাল্টিমিডিয়া ক্লাসরুম, আইসিটি ল্যাব স্থাপন, ইন্টারনেট সংযোগ, আইসিটি সুবিধাসহ ভবনগুলো নির্মাণ করে যাচ্ছে। এ ব্যাপারে আলাপকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্বে) প্রফেসর বদরুজ্জামান বলেন, বর্তমান সরকার প্রধান মিশন সুশিক্ষিত, দক্ষ ও উন্নত নৈতিকতা সম্পন্ন মানব সম্পদ সৃষ্টি করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নে কাজ করে যাচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com