লক্ষ্মীপুরে সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা, কমিউনিটি জনগণের অধিকার ও দায়িত্ব এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজ হলরুমে এমন আয়োজন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, লক্ষ্মীপুর। অনুষ্ঠানে অংশ নেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এতে স্বাস্থ্য সেবা সম্পর্কে আলোচনা রাখেন সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: নিজাম উদ্দিন, অতিরিক্ত সিভিল সার্জন ডা: নাহিদ রায়হান। ন্যাশনাল আইডিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর জেডএম ফারুকী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সনাক সদস্য প্রফেসর রফিকুল আহসান, আবুল মোবারক ভূঁইয়া, সুধীর চন্দ্র ঘোষ, ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান সবুজ, সনাক সদস্য রাজীব হোসেন রাজু। ইয়েস সহ-দলনেতা হোসাইন মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় এছাড়া উপস্থিত ছিলেন, ন্যাশনাল আইডিয়াল কলেজের সমন্বয়ক আবিদা বিন্তি, টিআইবি লক্ষ্মীপুরের এরিয়া কো-অর্ডিনেটর আবু নাসের শ্যামল সহ অন্যান্য ইয়েস সদস্যবৃন্দ।