রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন

সাতক্ষীরা পৌর দীঘিতে মাছ শিকারিদের মিলনমেলা

রবিউল ইসলাম সাতক্ষীরা :
  • আপডেট সময় শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৈরী আবহাওয়ার মধ্যেও সাতক্ষীরা পৌর দিঘিতে হয়ে গেল সৌখিন মৎস্য শিকারিদের মিলনমেলা। শুক্রবার ভোর থেকেই মৎস্য শিকারে মেতে ওঠেন দুই শতাধিক মৎস্য শিকারি। সাতক্ষীরা পৌরসভা আয়োজিত মৎস্য শিকার প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই ভিড় জমেছিল উৎসুক জনতার। এদিকে বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে মৎস্য শিকারের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান (পিপিএম)। সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ, ডিআইও-১ ইয়াছিন আলম চৌধুরী, পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শেখ শফিক উদ দৌলা সাগর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এহসান হাবীব অয়ন প্রমুখ। সাতক্ষীরা পৌরসভা সূত্র জানায়, প্রতিবছরই মাসজুড়ে এই মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করা হয়। যা চলে মাসজুড়ে। এই প্রতিযোগিতায় সৌখিন মৎস্য শিকারিরা একটি টিকিটের বিনিময়ে চার শুক্রবার মাছ ধরার সুযোগ পাবেন। সাতক্ষীরা পৌরসভা সূত্র জানায়, প্রতিবছরই মাসজুড়ে এই মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করা হয়। যা চলে মাসজুড়ে। এই প্রতিযোগিতায় প্রতি সপ্তাহের শুক্রবার মৎস্য শিকারের সুযোগ পান শিকারিরা। সৌখিন মৎস্য শিকারি আরশাফ আলী বলেন, এ বছর ১২ হাজার টাকা মূল্যে টিকিট কাটেছি। মাছ পাই আর না পাই, মূলত এটা শখ পূরণের জন্য। এক এক টিকিটে চারটি শিপ ফেলা যাবে। আমি পাকিস্তান আমল থেকেই প্রতিবছর এখানে মাছ ধরি। আমার মতো অন্যরাও শখ পূরণের জন্য টিকিট কেটে মাছ ধরেন। তিনি আরও বলেন, আবহাওয়া খারাপ হওয়ার কারণে মাছ শিপে কামড় দিচ্ছে না। এ বছর মাছ উঠছে খুব কম, সারাদিন বসে মাত্র কয়েকজন কয়েকটি ৫-৬ কেজি ওজনের মাছ পেয়েছে। বাকি এখনও শূন্য অবস্থায় আছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com