রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন

ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে দক্ষিনাঞ্চলে আমন ধানের ব্যাপক ক্ষতি

মোস্তাফিজুর রহমান সুজন পটুয়াখালী
  • আপডেট সময় শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে ঝড়ো বাতাস ও বৃষ্টিতে গলাচিপা উপজেলায় আমন ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এক-তৃতীয়াংশ পাকা ধান মাটিতে শুয়ে পড়েছে। পাশাপাশি অতি বৃষ্টির ফলে ধান ক্ষেতে পানি জমে গেছে। এতে করে কৃষকের মারাত্মক ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে ঝড়ো হাওয়ায় উপজেলার রতনদি তালতলী ও বকুল বাড়ীয়া ইউনিয়ন সহ গলাচিপা-চরকাজল সড়কে গাছ উপড়ে সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে একই গ্রামে গাছ চাপায় মানিকচাঁদ এলাকায় পলাশ সিকদারের ঘরে গাছ উপড়ে ঘরের উপর পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। ঘূর্ণিঝড় মিধিলি মোকাবিলায় উপজেলার ১০৫টি সাইক্লোন সেল্টার প্রস্তুত রাখা হয়েছে। পাশা পাশি শুকনা খাবারসহ অন্যান্য সামগ্রী সংগ্রহ করা হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্র জানায়। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার বলেন, দুইদিন ধরে এ ঝড়টি চলবে। তাই ঝড় না থামা পর্যন্ত আসলে ক্ষয়ক্ষতির সঠিক কোনো তথ্য পাওয়া যাবে না। তবে আমরা আপাতত ক্ষেতের পানি নিষ্কাশনের জন্য কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, আমরা সর্বচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। ক্ষয়ক্ষতির খবর নেয়া হচ্ছে। আপাতত জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করা হচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com