শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
বগুড়া শেরপুরে আগুনে পুড়লো পঁচিশ বিঘা জমির ভুট্টা ইসলামাবাদে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন বীর মুক্তিযোদ্ধার নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলা বাগেরহাট নানান আয়োজনে মে দিবস পালিত ভালুকা বিশেষায়িত পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন বরিশালে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কুড়িগ্রামের উলিপুরে ভুট্টা মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা, দ্বিগুণ লাভের আশা নগরকান্দায় অগ্নিকান্ডে চারটি দোকান ঘর ভস্মীভূত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না-কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির সভা ও জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

শাহ শারেখ খন্দকার জয় এবার ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করার মাধ্যমে ২৮তম জন্ম বার্ষিকী পালন

গোলাম আযম সরকার (পীরগাছা) রংপুর
  • আপডেট সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভাষা সৈনিক মহান মুক্তিযোদ্ধের সংগঠক সাবেক গণপরিষদের সদস্য ও সংসদ সদস্য মরহুম শাহ আব্দুর রাজ্জাকের নাতি শাহ শারেখ খন্দকার জয় উদীয়মান তরুন, যৌবন যার তগবগ করছে। জয় এবার ২৮ তম বছরে পা রাখলেন । তার জন্ম বার্ষিকী পালিত করা হলো অন্য রকম ভাবে। জয় আয়োজন করেন নাই জন্ম বার্ষিকী উপলক্ষে কোন প্রকার কেকের। জয় তার জন্ম বার্ষিকী পালন করলেন ইয়াতিম এবং অসহায়দের মাঝে খাবার বিতরণ করার মাধ্যমে। শুক্রবার বাদ আছর জয়ের জন্ম বার্ষিকী উপলক্ষে সদর ্ইউনিয়নের দক্ষিণ অনন্তরাম মরহুম মুজিবুর রহমান মন্ডলবাড়ী নূরাণী হাফেজি মাদ্রাসা ও লিল্লাহ বোডিং মাদরাসায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মো: জাহিদুল ইসলাম এবং দোয়া পরিচালনা করেন সংবাদকর্মী মো: মফিদুল ইসলাম সরকার। মুলত দোয়া অনুষ্ঠানের মাধ্যমে জয়ের খাবার বিতরণের কার্যক্রম শুরু হয়। জয়কে সহযোগিতা করেন সামাজিক সংগঠন বিন্দু এবং হামার পীরগাছা গ্রুপ সহ একাধিক সামাজিক সংগঠনের এক ঝাক যুবক। জয় এসময় বলেন, তিনি এবার তার জন্ম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের মাঝে খাবার , গাছের চারা বিতরণ এবং শীত বস্ত্র বিতরণর করবেন। শাহ শারেখ খন্দ্রকার জয় বলেন, সামাজিক সংগঠন বিন্দু রক্তদান ও সমাজসেবা সংগঠনের মাধ্যমে আমি প্রতিদিন রংপুর জেলা থেকে শুরু করে গাইবান্ধা ,কুড়িগ্রাম, লালমনির হাট এবং মাঝে মাঝে ঢাকাতেও আমাদের বিন্দু সদস্যরা রুগীদের রক্ত দেওয়ার জন্য পাঠিয়ে থাকি। জয় সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। পীরগাছায় ২০১৭ সালের দিকে তার সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান সংগঠন বিন্দুর। এছাড়া তিনি পথশিশু সেবা সংগঠন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমানে রংপুর জেলার চারটি উপজেলায় সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। মুলত পথশিশুদের লেখাপড়া সহ পোশাক দিয়ে থাকেন সংগঠনটি। তিনি জানান তার পিতা, চাচা এবং যেষ্ঠারা তাকে সবসময় সহযোগিতা করছেন। প্রতিবছর শীতের সময় বিভিন্ন সংস্থার কাছ থেকে সহযোগিতা নিয়ে এসে অসহায় মানুষকে শীত বস্ত্র দান তিনি প্রতিনিয়ত করছেন। বিভিন্ন শিক্ষা প্রতির্ষ্ঠানে তিনি দিয়েছেন ঔষধী গাছের চারা বিভিন্ন রোগে আক্রান্তদের কে বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা নিয়মিত করে যাচ্ছেন। বিদেশে একটি সংস্থার মাধ্যমে শাহ শারেখ খন্দকার জয় ১৫০০ প্যাকেট (একটি প্যাকেটে তেল, মশুর ডাল, চিনি, এক বস্তা করে চাউল) তার পারিবারিক ভাবে সহযোগিতা করার কারনে বিতরণ করেছেন। একই সাথে ১৭ টি টিওবয়েল, করোনার সময় মাক্স হ্যান্ড স্যানিটেশন বিতরণ করেছেন হুইল চেয়ার বিতরণ করেছেন। একই সাথে অসহায়দেরকে ক্রয় করে দিয়েছেন বই এবং লেখা সামগ্রী। তিনি দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন যাতে করে তিনি সারা জীবন অসহায় মানুষের মাঝে সহযোগিতা করতে পারেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com