মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
দাম নিয়ন্ত্রণে চাল আমদানিতে শুল্ক কমানোর চিন্তা করছে সরকার ‘গণমাধ্যম যোগাযোগে ইসলামী মডেল’ গ্রন্থের মোড়ক উন্মোচন সবপক্ষের সাথে আলোচনা করে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে : উপদেষ্টা নাহিদ আবরার ফাহাদ হত্যা : বুয়েটে কী ঘটেছিল ৫ বছর আগে স্বৈরাচার আবার পুনর্বাসন হলে দেশে মানুষ বাস করতে পারবে না : রিজভী হাজী সেলিম, সৈকত ও মানিককে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বন্যায় ফসল হারিয়ে মাথায় হাত তিস্তা পাড়ের কৃষকদের চীন-ভারত নয়, জাপানের অর্থায়ন হচ্ছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ, ৪২ শতাংশই মোটরসাইকেলে যারা কাজে যোগ দেননি তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু: আইজিপি

দিনাজপুরে অরবিন্দ শিশু হাসপাতালের উদ্যোগে বিশ্ব শিশু দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

২০ নভেম্বর সোমবার “শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি” এবং “সব শিশুর জন্য সব অধিকার নিশ্চিত করি”-এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঐতিহ্যবাহী শিশু ও মা স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অরবিন্দ শিশু হাসপাতালের আয়োজনে বিশ্ব শিশু দিবস-২০২৩ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অরবিন্দ শিশু হাসপাতালের সম্মানীত সভাপতি আব্দুস সামাদ ও সাধারন সম্পাদক মোঃ শামীম কবির এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালীটি শহররে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হাসপাতালের বিমল কুমার দেব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের সম্মানীত সভাপতি আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ শামীম কবির। শিশু স্বাস্থ্য সেবার উপর গুরুত্ব দিয়ে এবং উন্নত শিশু স্বাস্থ্য বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মনিন্দ্র নাথ রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সাধারন সম্পাদক মোঃ জামিনুর রহমান জুয়েল, মেডিকেল অফিসার মোঃ সহিদুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ মনোয়ারুল হক মার্শাল, সমাজ কল্যাণ সম্পাদক দীলিপ সাহা, নির্বাহী সদস্য মোঃ রেজাউল করিম, আব্দুর রশিদ তোতা, সমর চক্রবর্তী, রেজওয়ান হোসেন চৌধুরী রানা। বক্তারা বলেন, শিশুর সব অধিকার তখনি প্রতিষ্ঠিত হবে যখন শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে। আমরা এই হাসপাতালে শিশুর পাশাপাশি মায়ের স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছি। মনে রাখবেন সুস্থ্য শিশুই একদিন জাতির কর্ণধার হিসেবে দেশ পরিচালনা করবে। আসুন আমরা সবাই শিশুর প্রতি মনোযোগী হই এবং যতœ নেই। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাশেদ রউফ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com