সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপির সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে এর সমর্থনে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মৎস ভবন পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়।
অবরোধের সমর্থনে এবং ছাত্রদলের নামে বিভিন্ন স্লোগান সহকারে মিছিলটি মৎস ভবনের সম্মুখে পৌঁছালে মৎস ভবনের সম্মুখভাগ থেকে পুলিশ ও সাদা পোশাকধারীরা মিছিলে অতর্কিত হামলার চেষ্টা করলে মিছিলটির সেখানেই শেষ হয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার,সহ-সাধারণ আল মামুন, জামিল মুরসালিন,বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মশিউর রহমান, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জান্নাতুল নওরিন উর্মি, সদস্য মো: অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাসুম বিল্লাহ, মাহাবুব আলম শাহিন, অমর একুশে হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মো: আলফি লাম, মাষ্টারদা সূর্যসেন হল ছাত্রদলের প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রান্তসহ রাজধানী ও রাজধানীর বাইরের বিভিন্ন ইউনিটের প্রায় শতাধিক নেতাকর্মী। এ সময় রাকিবুল ইসলাম রাকিব বলেন, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না এবং অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান তিনি।