নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কলারগাও গ্রামের বাসিন্দা সুশান্ত কর্মকার(৩৫) কে করোনা উপসর্গ থাকায় আইসোলেশনে রাখা হয়েছে । সুশান্ত কর্মকার গত ২দিন বাড়িতে জ্বর সর্দি কাশিসহ অন্যান্য উপসর্গ নিয়ে ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে তাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রোগীর কোন উন্নতি না হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরন করেছে। দুপুর পৌনে ২টায় তাকে সদর হাসপাতালে নিয়ে আসার পর হাসপাতাল কতৃপক্ষ তাকে আইসোলেশনে ভর্তি করেছে। তার নমূনা সংগ্রহ করে রাখা হয়েছে। আগামীকাল বুধবার সকালে ঢাকায় আইইডিসিআর পরীক্ষাগারে পাঠানো হবে বলে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার জানিয়েছে।
এ ব্যাপারে নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বর্মকর্তা ডাঃ মোঃ রাজিব হাওলাদার বলেন, রোগী দুপুর ১২টায় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পর তাকে চিকিৎসা দেয়া হয়। কোন উন্নতি না দেখে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।তার করোনা ভাইরাসের সকল উপসর্গ আছে। তার নমূনা সংগ্রহ করে রাখা আছে। বুধাবার সকালে ঢাকায় পাঠানো হবে।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মুনির আহম্মদ খান বলেন, দুপুর পৌনে ২টায় নড়িয়া হাসপাতাল থেকে একজন রোগীকে করোনা উপসর্গ নিয়ে প্রেরন করা হয়।আামরা তাকে আইসোলেশনে ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছি।
ই-খ/খবরপত্র