রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন

নীলফামারীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ৩ লাখ শিশুকে

সোহাগ ইসলাম নীলফামারী:
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

নীলফামারীতে ১২ডিসেম্বর ৩লাখ ৭হাজার ৫২৯টি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এরমধ্যে ৬ থেকে ১১মাস বয়সী ৩১হাজার ৫২২টি এবং ১২ থেকে ৫৯মাস বয়সী ২লাখ ৭৬হাজার ৭টি শিশু রয়েছে। রবিবার বিকেলে জেলা ইপিআই সেন্টারে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান। জানানো হয় ৬ থেকে ১১মাস বয়সীদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯মাস বয়সীদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে জেলার ১হাজার ৫৪০টি কেন্দ্রে। ক্যাম্পেইন বাস্তবায়নে ১৯১জন সুপারভাইজার ও ৩হাজার ৮০জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান বলেন, ১২ডিসেম্বর মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com