আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর-১ আসনের সকল প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার ১১ ঘটিকায় গঙ্গাচড়া উপজেলা অডিটরেয়াম হলরুমে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। এসময় গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মাছুমুর রহমান, রংপুর পশুরাম থানার অফিসার ইনচার্জ হোসেন আলী, হাজিহাট থানার অফিসার ইনচার্জ রজব আলী, হারাগাছ থানার অফিসার ইনচার্জ হারেসুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা গোলজার হোসেন, স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান রাঙ্গা নির্বাচনী এজেন্ট ?মমিনুর ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু, স্বতন্ত্র প্রার্থী শাহিন, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী শ্যামলী রায়, স্বতন্ত্র প্রার্থী মোশাররফ, জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী এজেন্ট, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী এজেন্টসহ সকল প্রার্থী ও কর্মীরা। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না জানান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গকারীকে কোনরূপ ছাড় দেওয়া হবেনা।