রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন

বছরের আলোচিত সাত ঘটনা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

দরজায় কড়া নাড়ছে নতুন বছর। ভালো-মন্দের মিশেলে কেটেছে ২০২৩ সাল। এর মধ্যে আমাদের চলচ্চিত্রে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো আলোচনার জন্ম দিয়েছে। সেই ঘটনাগুলো পুনরায় পেছন ফিরে দেখতে আলোচিত সাত তুলে ধরা হলো-
রেকর্ডসংখ্যক হলে ‘মুজিব: একটি জাতির রূপকার’: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন অবলম্বনে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি গত ১৩ অক্টোবর মুক্তি পায় দেশের দেড় শতাধিক হলে। ভারতের বরেণ্য নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এই সিনেমায় জাতির জনকের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে দেশ-বিদেশের দুই শতাধিক অভিনয়শিল্পী অভিনয় করেছেন।
প্যান ইন্ডিয়ান সিনেমায় শাকিব খান: প্যান ইন্ডিয়ান সিনেমায় প্রথম বাংলাদেশি নায়ক শাকিব খান অভিনয় করছেন। গত ২০ অক্টোবর থেকে ভারতের বেনারসে ‘দরদ’ সিনেমার দৃশ্যধারণে অংশ নেন শাকিব। অনন্য মামুনের এ সিনেমায় শাকিব খানের নায়ক সোনাল চৌহান।
জয়া-বাঁধনের বলিউড যাত্রা: চলতি বছর বলিউডে যাত্রা শুরু করেছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান ও আজমেরী হক বাঁধন। টালিউডের পর গত ৮ ডিসেম্বর বলিউডে অভিষেক হয় বাংলাদেশের নন্দিত অভিনেত্রী জয়া আহসানের। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘কড়ক সিং’। অন্যদিকে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বাঁধনের অভিনীত প্রথম হিন্দি ওয়েব সিনেমা ‘খুফিয়া’। বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজ এটি নির্মাণ করেছেন। সিনেমায় বাঁধনের সঙ্গে ছিলেন বলিউডের টাবু।
নিশো-ফারিণের চলচ্চিত্রে অভিষেক: চলতি বছর আফরান নিশো-তাসনিয়া ফারিণের চলচ্চিত্রে অভিষেক হয়। গত কোরবানির ঈদে মুক্তি পায় নিশো অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফী পরিচালিত এ সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। অন্যদিকে ছোটপর্দার জনপ্রিয় মুখ ফারিণ অভিনীত ‘আরো এক পৃথিবী’ সিনেমাটি গত ৩ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
অভিনেত্রী থেকে প্রযোজক ও নির্মাতা চার নায়িকা: রোজিনা, অরুণা বিশ্বাস, হৃদি হক– নন্দিত তিন অভিনেত্রী এ বছর আত্মপ্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা হিসেবে। রোজিনা পরিচালিত চলচ্চিত্র ‘ফিরে দেখা’, হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’, অরুণা বিশ্বাস নির্মাণ করেন ‘অসম্ভব’ নামের সিনেমা। এদিকে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করলেও ‘লাল শাড়ি’ সিনেমার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন অপু বিশ্বাস। সরকারি অনুদানের এই সিনেমায় অভিনয় করেন তিনি।

অভিনয়ে মোস্তফা সরয়ার ফারুকীর অভিষেক: নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবার প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করেন। ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ নামের ওয়েব ফিল্মের মাধ্যমে অভিনেতা হিসেবে অভিষেক ঘটেছে তাঁর।
দেশে ভারতীয় সিনেমা মুক্তি: সাফটা চুক্তির আওতায় বিভিন্ন সময় এ দেশে ভারতীয় সিনেমা মুক্তি দেওয়া হয়েছে। তবে ধারাবাহিকভাবে বলিউডের সিনেমা মুক্তি দেওয়ার নজির এই প্রথম। চলতি বছরে ‘পাঠান’, ‘জওয়ান’, ‘অ্যানিম্যাল’ মুক্তি পেয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com