সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন

গাজায় হামলার প্রতিবাদ : তিরস্কৃত হলেও খেলতে পারবেন উসমান খাজা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে কালো ব্যান্ড পরে নামার জন্য তিরস্কৃত হয়েছেন অস্ট্রেলিয়ার উসমান খাজা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি তিরস্কৃত করেছে অসি ওপেনারকে। গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে কালো ব্যান্ড পরেছিলেন খাজা। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া বা আইসিসি-র থেকে কোনো অনুমতি নেননি তিনি। সেই কারণে খোয়াজাকে তিরস্কৃত করেছে আইসিসি।
আইসিসি জানিয়েছে, তাদের নিয়ম ভেঙেছেন খাজা। ব্যক্তিগতভাবে বার্তা দেয়ার জন্য কালো ব্যান্ড পরেছিলেন তিনি। এমন কিছু পরে নামার আগে অনুমতি নিতে হয়। কিন্তু তা নেননি খাজা। তিরস্কার করা হলেও খোয়াজার দ্বিতীয় টেস্ট খেলতে কোনো বাধা নেই। এমন ভুল ১২ মাসের মধ্যে চারবার করলে ম্যাচ ফি-র ৭৫ শতাংশ কেটে নেয়া হয়। তবে এমন কিছু যে হবে তা খাজাও জানতেন। তবুও তিনি প্রতিবাদ করেছিলেন।
উসমান খাজার জুতায় লেখাছিল, ‘স্বাধীনতা মানুষের অধিকার’ এবং ‘সব মানুষের জীবনের দাম সমান।’
গাজায় ইসরাইলি হামলার কথা মাথায় রেখেই এই বার্তা দিতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে সেই জুতা পরার কথা ভেবেছিলেন খাজা। কিন্তু আইসিসি-র নিয়মের বাধায় তা সম্ভব হয়নি। আইসিসি-র উপর ক্ষোভও উগরে দিয়েছিলেন অসি ক্রিকেটার।
আইসিসির নিয়ম অনুযায়ী কোনো রকম রাজনৈতিক বার্তা ক্রিকেটারেরা মাঠের মধ্যে কোথাও ব্যবহার করতে পারবেন না। খাজা বলেছিলেন, ‘আমি কোনো রাজনৈতিক বার্তা লিখিনি। আমি কারো পক্ষ নিয়েও কথা বলিনি। আমার কাছে সকলেই সমান। মুসলিম হোক বা জিহু বা হিন্দু সকলেই এক। আমি তাদের হয়ে কথা বলছি, যারা নিজেদের কথা বলতে পারছে না। অবলা শিশুদের কাঁদতে দেখলে আমার কষ্ট হয়। আমার দুই মেয়ের যদি এমন অবস্থা হতো? জন্মের সময় তো আর কেউ ঠিক করতে পারে না, সে কোথায় জন্ম নেবে। কিন্তু যখন দেখি পৃথিবী কারো কারো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখন কষ্ট হয়। আইসিসি আমাকে বলেছে যে, এই জুতা পরতে পারব না। ওদের মনে হয়েছে এটা রাজনৈতিক বার্তা। আমি যদিও সেটা বিশ্বাস করি না। তবে আইসিসি যখন বলেছে, আমি সেই নির্দেশ মেনে চলব। ওই জুতো পরব না।’
অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে সেই জুতা জোড়া পরেই নামেন খাজা। তবে সাদা একটি টেপ দিয়ে স্লোগান ঢেকে দেয়া ছিল। সেই সাথে বাঁ হাতে একটি কালো ব্যান্ড পরে নেমেছিলেন তিনি। আইসিসির হুঁশিয়ারির বিরুদ্ধে নীরব প্রতিবাদ দেখাতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন খাজা। তাতেই তিরস্কৃত তিনি। সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com