শনিবার, ২৯ জুন ২০২৪, ১২:০৭ অপরাহ্ন

ভুল ক্রিকেটার কিনে ঠকলেন প্রীতি জিন্তারা!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

এই জন্যই বোধহয় এক্সিলারেটেড নিলাম। সমস্ত ফ্র্যাঞ্চাইজির দলগঠন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই নিলামের উদ্ভাবন স্রেফ ফিনিশিং টাচ দেয়ার জন্য। ক্রিকেটারদের নাম ওঠার পরেই দ্রুত গতিতে বিড করতে হয়। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলের দুবাইয়ের নিলামের এই শেষ ধাপে এসেই হোঁচট খেতে হলো পাঞ্জাব কিংসকে। কিংসদের হয়ে নিলামে এসেছিলেন মালিক প্রীতি জিন্তা। ভুল ক্রিকেটারের জন্য বিড জমা দিয়ে ফেলল পাঞ্জাব কিংস। এক্সিলারেটেড রাউন্ডে নিজের সতীর্থের সাথে দ্রুত আলোচনা করেই প্রীতি জিন্তাকে দেখা যায় ৩২ বছরের শশাঙ্ক সিংয়ের জন্য প্যাডেল তুলে ধরতে। তবে দ্রুতই পাঞ্জাব কিংস বুঝতে পারে ভুল ক্রিকেটারের জন্য বিড দিয়ে ফেলেছে তারা। নিলাম পরিচালক মল্লিকা সাগর অন্য ক্রিকেটারের জন্য নিলাম চালু করার পরে তার কাছে অনুরোধ আসে, শশাঙ্ককে ফিরিয়ে নেয়ার জন্য। মল্লিকা সাগর প্রীতি জিন্তাদের জিজ্ঞাসা করেন, ‘ভুল নাম ছিল? আপনারা কি এই ক্রিকেটারকে চান না?’ এরপরেই পরিচালক নিয়ম মেনে বলে দেন, ‘হাতুড়ি পড়ে গিয়েছে। ২৩৬ এবং ২৩৭ নম্বর দুই ক্রিকেটার-ই আমাদের।’ এরপরে এই ক্রিকেটারের বিক্রি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পাঞ্জাব কিংসের অন্য মালিক নেস ওয়াদিয়াও। তবে মল্লিকা সাগর নাছোড় ভঙ্গিতে বলে দেন, ‘২৩৭ নম্বর ক্রিকেটারের (শশাঙ্ক সিং) জন্য হাতুড়ি পড়ে গিয়েছে মনে হয়।’
আইপিএল নিলামে পাঞ্জাব কিংস যে তারকাদের নিলো : রিলি রসৌ: সাউথ আফ্রিকা, ৮ কোটি টাকা (ভারতীয় রুপি), ক্রিস ওকস: ইংল্যান্ড, ৪ কোটি ২০ লক্ষ টাকা,তনয় ত্যাগরাজন: ভারত, ২০ লক্ষ টাকা,প্রিন্স চৌধুরি: ভারত, ২০ লক্ষ টাকা,বিশ্বনাথ প্রতাপ সিং: ভারত, ২০ লক্ষ টাকা,শশাঙ্ক সিং: ভারত, ২০ লক্ষ টাকা,আশুতোষ শর্মা: ভারত, ২০ লক্ষ টাকা। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com