বিশ্বের অন্যতম জনপ্রিয় ই-মেইল প্ল্যাটফর্ম জি-মেইল। অফিসিয়াল এবং ব্যক্তিগত কাজে জি-মেইল ব্যবহার করেন। নানান প্রয়োজনীয় মেইলের পাশাপাশি অপ্রয়োজনীয় মেইলেও ভরে যায় ইনবক্স। ডিলিট করেও রেহাই মিলছে না। এর জন্য আবার স্টোরেজও ভরে উঠছে। অপ্রয়োজনীয় মেইল ডিলিট করেও লাভ হয় না বিশেষ। আবার আসতে থাকে। তাই একেবারে ওয়েবসাইট থেকে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন। জি-মেইল থেকে আনসাবস্ক্রাইব দু’ভাবে করতে পারবেন-প্রথম ব্যক্তিগত ভাবে, দ্বিতীয় বাল্ক অর্থাৎ একসঙ্গে অনেকগুলো মেইল আনসাবস্ক্রাইব।
ব্যক্তিগতভাবে করতে চাইলে- >> যে ই-মেইল আনসাবস্ক্রাইব করতে চান সেটি ওপেন করুন।
>> এবার মেইলের একদম নিচে স্ক্রল করুন, এখানে একটি ‘আনসাবস্ক্রাইব’ অপশন থাকবে।
>> সেখানে ক্লিক করতে হবে। তারপর একটি ওয়েব পেজে রি-ডাইরেক্ট হতে পারেন, যেখানে কনফার্ম। অপশনে ট্যাপ করতে হবে।
অন্য উপায়ে- >> এজন্য জি-মেইল আনসাবস্ক্রাইব ফিচার ব্যবহার করতে পারেন। >> এজন্য জি-মেইল ওপেন করুন। >> এবার সার্চ বক্সে গিয়ে টাইপ করুন ‘আনসাবস্ক্রাইব’। >> এবার সব স্প্যাম এবং প্রমোশনাল চলে আসবে স্ক্রিনে। >> তারপর উপরে থ্রি লাইন ডটে ক্লিক করে ‘ডিলিট অল’ অপশনে ট্যাপ করতে পারেন। সূত্র: গুগল সাপোর্ট