রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:১০ অপরাহ্ন

নওগাঁয় ভোটগ্রহণ কর্মকর্তাদের মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচন সামগ্রী পাঠানো হয়েছে: জেলার ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৬৩ হাজার ১৫৯ জন

মোশারফ হোসেন জুয়েল নওগাঁ :
  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

নওগাঁয় আগামীকাল রবিবার ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নওগাঁ-২ (পতœীতলা-ধামইরহাট) আসনের একজন স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু হলে নির্বাচন কমিশন ঐ আসনের নির্বাচন স্থগিত ঘোষনা করেছে। শনিবার সকাল ১০টা থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালটবাক্সসহ ভোট গ্রহণের অন্যান্য সামগ্রী পাঠানো শুরু হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারদের অফিস থেকে এসব সামগ্রী প্রেরন শুরু হয়েছে। কেন্দ্র সমূহের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের নিকট নির্বাচনী সামগ্রী হস্তান্তর করা হচ্ছে। প্রিজাইডিং অফিসার তাঁর কেন্দ্রের অপরাপর দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসারম পোলিং অফিসার এবং আনসার বাহিনীর সদস্যদের সাথে নিয়ে নির্দিষ্ট কেন্দ্র সমূহে গমন করছেন। আগামী ৭ জানুয়ারী নওগাঁ জেলার ৫টি আসনে মোট ৬৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনভিত্তিকি কেন্দ্র সংখ্যা হচ্ছে নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে ১৬৫ কেন্দ্র, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনে ১৪১ কেন্দ্র, নওগাঁ-৪ (মান্দা আসনে ১১৭ কেন্দ্র, নওগাঁ-৫ (সদর) আসনে ১১৩ কেন্দ্র এবং নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে ১১৪ কেন্দ্রে ভোটগ্রহণ অনুুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ন হিসেবে ৪০৯টি এবং সাধারন হিসেবে ২৪১টি কেন্দ্র চিহ্ণিত করা হয়েছে। এই ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৬৩ হাজার ১৫৯ জন। তাঁদের মধ্যে ৯ লক্ষ ২৮ হাজার ৭৩৭ জন পুরুষ ভোটার, ৯ লক্ষ ৩৪ হাজার ৪১৩ জন মহিলা ভোটার এবং ৯ জন হিজরা ভোটার। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা জানিয়েছেন সুষ্ঠু ও অবাধ নির্বাচনের সার্বিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এই নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত থাকছে সেনা বাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি এবং আনসার বাহিনীর সদস্যরা। পুলিশ সুপার মুহাম্বদ রাশিদুল হক বলেছেন নির্বাচন কেন্দ্রীক ৫ স্তরের ব্যাপত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ন কেন্দ্রগুলোতে ১২ জন আনসার বাহিনিীর সদস্যদের সাথে ২ জন করে পুলিশ সদস্যসহ মোট ১৪ জনের টীম এবং ১২ জন আনসার সদস্যের সাথে ১ জন পুলিশ সদস্যসহ মোট ১৩ জনের একটি করে দল দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও সেনাবাহিনী, পুলিশ,র‌্যাব বিজিবি’র সমন্বয়ে একটি মোবাইল টীম, ষ্ট্রাইকিং টীম, ষ্ট্রাইকিং রিজার্ভ টীম এবং সিনিয়র কর্মকর্তাদের সমন্বয়ে আরেকটি টীম সার্বক্ষনিক টহলরত থাকবে। এদিকে বিজিবি’র একটি দল ভোট কেন্দ্র সমূহের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রসমূহে অনুসন্ধান অব্যাহত রেখেছে। কেন্দ্রগুলোতে কোন নাশকতামুলক বস্তু রেখে দেয়া হয়েছে কিনা তা প্রশিক্ষিত কুকুর দ্বার অনুসন্ধান চালানো হচ্ছে। উল্লেখ্য এই ৫টি আসনে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তাঁদের মধ্যে ৬টি রাজনৈতিক দলের ১৬ জন এবং স্বতন্ত্র প্রার্থী ১৩ জন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com