মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোটার উপস্থিতি নিয়ে কমিশন ভাবছে না: ইসি আলমগীর বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে লিচুগ্রামে লিচুর খরা ডিপজলের সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে ভুল তথ্য দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের ব্যাটারিচালিত রিকশা কোথায় কীভাবে চলবে নির্দেশনার পর ব্যবস্থা: ডিএমপি টানা সাত কার্যদিবস পতনে শেয়ারবাজার ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হলেন পরমাণু আলোচক বাঘেরি ইব্রাহিম রাইসির উত্তরসূরি কে এই মোহাম্মদ মোখবের

শিবগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজয়ী নৌকা প্রার্থীর ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও তার সমর্থকদের বিরুদ্ধে ট্রাক প্রতীকের প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন করেছেন নৌকা মার্কার উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মির্জা শাহাদাত হোসেন খুররম। বুধবার দুপুরে শিবগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে আহ্বায়কের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শিবগঞ্জ পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কারিবুল হক রাজিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৭ জানুযারী দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম পরাজিত হয়ে তার সমর্থকরা দাদনচকে নৌকার সমর্থক কামালের বাড়িতে হামলা, নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর তাঁতীপাড়ায় হিন্দু সম্প্রদায়ের মন্দির-ক্লাব ও সুকুমারসহ কয়েকজনের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। একইদিন রাতে বিজয় মিছিল করার সময় মোবারকপুরে নারী নেত্রী নুরজাহান বেগম অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। একই সঙ্গে নৌকা মার্কার সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন তিনি। তিনি আরো বলেন, সৈয়দ নজরুল ইসলামের সন্ত্রাসী বাহিনী নয়ালাভাঙ্গা, শিবগঞ্জ পৌরসভার পিঠালীতলা, মোবারকপুর, বিনোদপুরের বিশ^নাথপুর-বাখোরালীসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও নৌকার প্রার্থীর সমর্থকদের আহত করেছে। এমনকি তারা এখনো নৌকার সমর্থকদের বিভিন্নভাবে হুমকি দেয়া অব্যাহত রেখেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের য্গ্মু সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলোমগীর রেজা, চককীতি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা, বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল উদ্দিন ও কামরুল আহসান আপেলসহ জেলা-উপজেলা পর্যায়ের আাওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, শিবগঞ্জ থানা পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করে আসছে। কারো পক্ষপাতিত্ব করার কোন প্রশ্নই উঠে না। অপরাধী যেই হোক না, কোন ছাড় দেয়া হবে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com