শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
ডনাল্ড ট্রাম্পের কথায় বাংলাদেশের চিন্তিত হওয়ার কারণ নেই এ সংগঠন পাঠ্যক্রমের বাইরেও ব্যাপক জ্ঞানের জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেয় -এডভোকেট মতিউর রহমান আকন্দ ক্রিষ্টাল ইন্স্যুরেন্স কোম্পানীর পরিচালনা পর্ষদের ১০৯তম সভা দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদের স্ত্রীর ইন্তিকাল নাট্যদলের প্রথম ভিজুয়াল নাটক তারা ভালো এর শুটিং আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না: নিতাই রায় আ’লীগের মেগা প্রকল্প বাস্তবায়নে মেগা চুরি হয়েছে : দেবপ্রিয় ভট্টাচার্য ইসকন নেতা চিন্ময় কৃষ্ণসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খালেদা জিয়ার আরেক মামলা বাতিল তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি মুয়াজ

জনবান্ধব এসিল্যান্ড গুঞ্জন বিশ্বাস

জাহাঙ্গীর আলম, চৌগাছা (যশোর) :
  • আপডেট সময় শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪

ভূমি সংক্রান্ত সেবা নিয়ে একান্তে জনগণের সাথে কাজ করে যাচ্ছেন চৌগাছার উপজেলার এসিল্যান্ড গুঞ্জন বিশ্বাস। যা দিন দিন সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে পড়েছে তার কাজের শুনাম। ক্ষেতখামারে খেটে খাওয়া সর্বসাধারণ মানুষেরাও বলেন এসিল্যান্ড সাহেব খুব ভালো মানুষ। আমরা জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে তার কাছে গেলে তিনি আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেন আর যদি উনার কাজ হয় তো বসিয়ে সাথে সাথে কাজ করে দেন।উনি একজন জনবান্ধব এসিল্যান্ড। সাধারণ জনগন আরো বলেন সাহেব বলেন নামজারি বিষয়ে সরাসরি আমার কাছে চলে আসবেন। এবং জনগনকে পাঠিয়ে দেবেন। এভাবেই একএকজন তার প্রশংসা করতে থাকেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যক্তি বলেন সাহেব যদি আর একটু সতর্ক হয় তাহলে এই সুনাম ধরে রাখতে পারেন। না হলে এই শুনাম ধরে রাখা অসম্ভব হবে। সতর্কের ব্যাখ্যা চাইলে বলেন তার অধিনস্থ কিছু কর্মচারি সুকৌশলে কাজের বিনিময়ে উৎকোচ গ্রহন করে যাচ্ছে। সেবা নিতে আসা চুটারহুদা গ্রামের জামাল উদ্দিন বলেন সাহেবের কাছে আমরা সারাজীবন এধরনের সহযোগিতার আশা করছি। তিনি যতোদিন চাকরি করেন এভাবেই জনবান্ধব হয়ে থাকুক। এদিকে জনগণের সেবার লক্ষ্যে অনলাইনে কাজ করে উপকৃত করা লক্ষ্যে রাখা শামিন কুমার বলেন স্যার ব্যক্তি হিসেবে খুব ভালো, এই অফিসে নামজারির জন্য জনসাধারণ আগে যে ভোগান্তি পেত স্যার আসার পর এখন আর পায় না।অফিসে সেবা নিতে আসা স্বরুপদাহ গ্রামের আব্দুল হাই পিতা মৃত, মসলেম বিশ্বাস বলেন আমরা সাভাবিক ভাবেই তার কাছে আসতে পারি,এবং অভিযোগ করতে পারি। তিনি আসলেই এক জন জনবান্ধব এসিল্যান্ড।কম্পিউটার অপারেটর নাজমুল আলম বলেন, স্যারের আন্ডারে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্ভিত। অফিসে এবং বাইরে তাঁর কাজের ধরণ প্রত্যাক্ষ করে দেখা যায় দায়িত্ব অনুভূতি ও সে
ও সেবার মানুষিকতার একজন মানুষ। এমন কি একজন সেচ কাজের জন্য বিদ্যুৎ সংযোগ পেতে দাগ খতিয়ান ঠিক আছে কিনা জানার অজুহাতে দেরি হওয়ায় এসিল্যান্ড নিজে হয়রানি বন্ধ করতে সরেজমিনে গিয়ে বিদ্যুৎ অফিসকে বলেন সব ঠিক আছে আপনারা দ্রুত সংযোগ প্রদান করুন। এভাবেই তিনি সেবায় মহত ধর্ম বলে মনে করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com