রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন

শিক্ষার পাশাপাশি ক্রীড়া সংস্কৃতির মাধ্যমে দেশকে সমৃদ্ধি করা যায়-মোঃ মহিউদ্দিন আল হেলাল

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

ক্রীড়াই শক্তি-ক্রীড়াই সম্মান। দেশের দক্ষিনের জনপদের ঐতিহ্যবাহী বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ/২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল মাঠে বর্ণাঢ্য সাঁঝে এবং কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, স্কুল পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় জাতীয় সংগীত, জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, স্কুলের সভাপতি ও সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের সুদক্ষ অধ্যক্ষ ডাঃ জান্নাতুল নাইম আইভি (মিসেস ইউএনও)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাছিম রেজা, গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদাউস আলম, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষা অফিসার মীর রেজাউল করিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু সহ মিসেস ওসি, সাবেক অধ্যক্ষ নাসরিন জাহান, স্কুলের উপাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল সভাপতি মোঃ মহিউদ্দিন আল হেলাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ক্রীড়া সংস্কৃতি শুধু স্কুল পর্যায়ে পারফরমেন্স বা বিজয়ী হওয়ার চেয়ে উপজেলা থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া সংস্কৃতির সাফল্য নিয়ে জাতীয় ও বিশ^ পর্যায়ে ক্রীড়া নৈপুন্য-সফলতা লাভ করতে পারলেই দেশের সম্মান ও ব্যক্তি সম্মানে সাফল্য অর্জন করার জন্য ক্রীড়া-সংস্কৃতি সকল শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে স্কুল অধ্যক্ষ, স্কুলের কার্যনির্বাহী কমিটিবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক সহ সকলকে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় এসে শিশুদের উৎসাহ প্রদানে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্কুলের প্রতিষ্ঠাতা গলাচিপা উপজেলার সাবেক ইউএনও, বর্তমান পরিকল্পনা মন্ত্রনালয়ের সচিব জনাব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন ও মিসেস সেলিনা মহিউদ্দিন সহ স্কুল প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে শত শত নারী ও পুরুষ অভিভাবক, সুধী, সাংবাদিক, উৎসুক জনতা স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান পরিচালনায় স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, সিনিয়র শিক্ষিকা নুসরাত জাহান আনা, মোঃ উজ্জল মিয়া, মোঃ মেহেদী হাসান চৌধুরী সহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা সার্বিক সহযোগিতা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com