বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
শ্রীমঙ্গলে বৃষ্টি হওয়ায় চা-বাগানগুলোতে নতুন প্রাণের সঞ্চার চিকিৎসা বিজ্ঞানে সাফল্য আনবে বরিশালের প্রীতমের আবিষ্কৃত রোবটিক আর্ম ফরিদপুরে বেশিরভাগ কেন্দ্রই ফাঁকা! ঈশ্বরগঞ্জে মাটির নিচ থেকে প্রাচীন রৌপ্য মুদ্রা উদ্ধার জগন্নাথপুরে কৃষকদের সংখ্যা বেশি হওয়ায় ধান কিনতে লটারি ধামরাইয়ে দপ্তরি দিয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান মৌলভীবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান মুফতি মাওলানা বশির আহমদ বরিশালের আগৈলঝাড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত আবদুল জলিল এক অসহায় ভ্যানচালকের চিকিৎসার জন্য সাহায্যের আকুতি কোন প্রার্থী প্রশাসনের নয়, প্রার্থীকে নির্বাচিত করবে দেশের জনগণ-জেলা প্রশাসক

বিশ্বকাপের সুপার সিক্সে দারুণ জয় বাংলাদেশের, তবুও আছে অস্বস্তি

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

নেপালের বিপক্ষে জয় প্রত্যাশিতই ছিল। শুধু অপেক্ষা ছিল, জয়টা কতো বড় হয় তা জানার। কেননা এই জয়ের ওপর অনেকটা নির্ভর করছে বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন। ২৪.৪ ওভার আর ৫ উইকেট হাতে রেখে পাওয়া জয়ে সেই স্বপ্নের পালে হাওয়া লাগলো বেশ জোরেশোরেই।
ব্লুমফন্টেইনে নেপালকে রীতিমতো উড়িয়ে দিয়েছে জুনিয়র টাইগাররা। ফলে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সুপার সিক্সে শুভ সূচনা করলো বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাট করে ১ বল বাকি থাকতে ১৬৯ রানে অলআউট হয় নেপাল। জবাবে ২৫.২ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় নেপাল। পাওয়ার প্লের মাঝে মাত্র ২৯ রানে ৩ উইকেট হারায় তারা। চতুর্থ উইকেট জুটিতে দেব কানাল ও বিশাল বিক্রম মিলে ১২১ বলে যোগ করেন ৬২ রান। ৬০ বলে ৩৫ রানে খানাল আউট হলে ভাঙে জুটি। তবে এরপর ফের নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। বিশাল বিক্রম আউট হন ১০০ বলে ৪৮ রানে৷ ১৮ রান করেন সুভাস ভা-ারী। আর কেউ পারেননি দুই অংকের ঘরে পৌঁছাতে। বল হাতে ১৯ রানে ৪ উইকেট নেম বর্ষণ। ৩ উইকেট যায় জীবনের ঝুলিতে। জবাব দিতে নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে ১১ ওভারে আসে ৬৭ রান। ৩৪ বলে ১৬ রানে আউট হন আশিকুর রহমান শিবলি। তবে আরেক ওপেনার জিশান আলম অপরপ্রান্ত থেকে ঝড়ো গতিতে ব্যাট চালিয়ে তুলে নেম ফিফটি। যদিও এরপর ইনিংস আর বড় হয়নি, ৪৩ বলে ৫৫ রানে ফেরেন জিশান। রিজওয়ান ১৫ ও আহরার ১২ রানে আউট হলেও আরিফুল ইসলামের বিধ্বংসী ব্যাটিংয়ে ইনিংসের মাঝপথেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। আরিফুল ৩৮ বলে খেলেন ৫৯ রানের অপরাজিত ইনিংস। তবে এমন দাপুটে জয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল। পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচটাও জিততে হবে দাপটের সাথেই। তবে রানরেট এখন অনেকটাই মানানসই জুনিয়র টাইগারদের। ৩ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট এখন ৪, নেট রানরেট ০.৩৪৮। শীর্ষে থাকা ভারতের ৩ ম্যাচে ৬ পয়েন্ট, রানরেট ৩.৩২৭। দুইয়ে থাকা পাকিস্তানের ৪ পয়েন্ট, রানরেট ১.০৬৪।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com