দিনাজপুর-০১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা বলেছেন, এই ক্লাবের সাথে যুক্ত থাকবেন, তারা সাংস্কৃতি ও খেলাধুলার চর্চা করবেন বেশি করে। চাকরি না হওয়া পর্যন্ত রাইডার্স ক্লাবের সঙ্গে থাকবেন। পড়াশোনা ভালোভাবে করে তারা যেন ভালো চাকরি নিয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। যোগ্য কোন জায়গায় পৌঁছাতে অবশ্যই তার যোগ্যতা প্রয়োজন, তাই মন দিয়ে পড়ালেখার করতে হবে। মাদক মুক্ত সমাজ করতে চাই, মাদক থেকে দূরে থাকবেন। যে পরিবারের সদস্য নেশা করে, সে পরিবার ধ্বংস হয়ে যায়। গতকাল শুক্রবার সন্ধ্যায় বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বীরগঞ্জ শ্যাডো রাইডার্স ক্লাব উদ্বোধন ও মিলন মেলা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যারা মোটরসাইকেল চালক আছেন তারা অবশ্যই লাইসেন্স করে নিবেন। হেলমেট ব্যবহার করবে এবং এসব বাস্তবায়ন করতে আমি সকলের সহযোগিতায় চাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ছাত্র নেতা আবু হুসাইন বিপু, সাবেক অর্থ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রতন কুমার সাহা রেন্টু প্রমুখ। এসময় বীরগঞ্জ উপজেলা বাংলাদেশ ছাত্রলীগ শাখার সভাপতি মোঃ সাজেদুর রহমান অন্তুু, বাংলাদেশ তাঁতী লীগ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, উপজেলার ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তাঁতীলীগ নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামী নেতাকর্মীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।