পরবর্তী প্রজন্মের উইন্ডোজ ভার্সনের উন্নয়নে কাজ করছে মাইক্রোসফট। অভ্যন্তরীণ সূত্রের তথ্যানুযায়ী, এটিকে উইন্ডোজ ১২ বা উইন্ডোজ ১১ ২০২৪ আপডেট নাম দেয়া হতে পারে। খবর গিজচায়না।
উইন্ডোজ ১১-এর সর্বশেষ ইন্টারনাল ক্যানারি বিল্ডে মাইক্রোসফট জার্মানিয়ামথরিলিজ কোডনেম সংস্করণটির পরীক্ষা শুরু করেছে বলে জানা গেছে। বাজার বিশ্লেষকদের প্রত্যাশা ছিল মাইক্রোসফট হয়তো পরবর্তী ভার্সনকে উইন্ডোজ ১২ নামে নিয়ে আসবে। তবে একাধিক প্রতিবেদনে থেকে জানা যায়, মাইক্রোসফট এবার উইন্ডোজ ১১-এর সঙ্গে থাকার পরিকল্পনা করেছে।আগের উইন্ডোজ আপডেটগুলোয় ব্যবহৃত পিরিয়ডিক টেবিল প্যাটার্ন অনুসরণ করবে মাইক্রোসফট নতুন আপডেটের ক্ষেত্রে। আসন্ন রিলিজটির নাম জার্মেনিয়াম উপাদানটির সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে। পূর্ববর্তী সংস্করণগুলো কোবাল্ট ও নিকেলের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছিল। জার্মেনিয়াম প্লাটফর্ম ব্যবহার করে উইন্ডোজ ১১-এর ২০২৪ আপডেট (24GBP2) হাডসন ভ্যালি নামকরণ করা হবে বলে আশা করা হচ্ছে।