বুধবার, ০৮ মে ২০২৪, ০২:২৭ অপরাহ্ন

ভালো আছি, চোখও ভালো আছে : সাকিব

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

শুরুতে এসে গ্যালারির দর্শকদের অভিবাদন জানান পুরো দলের সাথে। হুট করেই সাকিব আল হাসান চলে এলেন সংবাদ সম্মেলনে। তাতে বিস্ময়ই বাড়লো। প্রথম প্রশ্নই হলো ‘কেমন আছেন?’ সাকিব বললেন ‘ভালো আছি। ’ চোখ কেমন আছে? তার জবাবেও বললেন ‘ভালো আছে…’ এরপরের প্রশ্নে সাকিব যেন বিস্মিত করলেন আরো। চোখের সমস্যায় তিনি ভুগছেন অনেকদিন ধরে। এ নিয়ে বিসিবির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সাকিব এর মধ্যে এক ম্যাচে ৯ ও অন্য ম্যাচে পাঁচ ব্যাটার আউট হওয়ার পরও নামেননি। আপনার চোখের জন্য যে সমস্যা হয়েছে…. এই প্রশ্ন শেষ করতে না দিয়েই সাকিব পাল্টা প্রশ্ন করেন, ‘আপনাকে কে বলেছে চোখের জন্য সমস্যা হচ্ছে?’
আগের দিন সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক নুরুল হাসান সোহান বলেছিলেন সাকিবকে আসার অনুরোধ করবেন তিনি। এ কারণেই কি সংবাদ সম্মেলনে? সাকিবের উত্তর, ‘অনুরোধ করেনি অর্ডার দিয়েছে। অধিনায়ক অর্ডার দিয়েছে চলে এসেছি।’ এরপর আবার চোখের সমস্যা নিয়েই প্রশ্ন আসে। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে চার নম্বরে খেলতে নেমেছিলেন। আগের দুই ম্যাচে যেটি নামেননি। তাহলে কি চোখ নিয়ে স্বাচ্ছন্দ্য বেড়েছে?
সাকিবের উত্তর, ‘এটা তো বলা মুশকিল। আসলে রান যত করবো তত কমফোর্ট লেভেলটা বাড়বে। রান যতক্ষণ না করছি ততক্ষণ অবধি ওই ছন্দও আসবে না, কমফোর্ট জোনটাও থাকবে না এটা খুব স্বাভাবিক।’ ব্যাটিং করতে না পারায় কি কোনো হতাশা আছে? এক শব্দে সাকিবের উত্তর, ‘না’। এমনিতে খেলতে নেমেও অবশ্য সুবিধা করতে পারেননি সাকিব। প্রথম বলেই হয়ে গেছেন এলবিডব্লিউ। এ নিয়ে সাকিব বলেছেন এটুকুই, ‘বুঝলাম যে খারাপ সময়ে সবই খারাপ যায়। ’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com